দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতের জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো-তে বিগ বসের স্থান যে প্রথম তা বলা বাহুল্য। বিগ বসের ১৩তম সিজন্ শেষে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৪তম সিজন্ দেখার জন্য। তাঁদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী মাসেই শুরু হচ্ছে বিগ বসের ১৪তম সিজন্। আর যথারীতি এ শোর সঞ্চালক বলিউড সুপারস্টার সালমান খান। কিন্তু করোনার আবহে এমন সিদ্ধান্ত সমালোচনার সৃষ্টি করেছে।
তবে নির্মাতারা কোভিড-১৯ এর জন্য সুরক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। বিগ বসের এবারের থিম জঙ্গল এবং লকডাউন পরিস্থিতি মাথায় রেখে এ চিন্তা করেছেন নির্মাতারা। খবরে প্রকাশ, যেসব প্রতিযোগী স্বাস্থ্যবিধি মানবেন না, তাঁদের বিগ বসের ঘর থেকে বের করে দেওয়া হবে।
প্রতিবছর এ সময় ভক্তরা অধীর আগ্রহে থাকেন এ শোর প্রোমো দেখার জন্য এবং বিগ বসের ঘরে কোন কোন প্রতিযোগী যাচ্ছেন, সে তালিকা দেখার জন্যও উন্মুখ থাকেন। আর তাই এবছরও সেপ্টেম্বরে প্রিমিয়ার হতে চলেছে সালমানের বিগ বস শো। করোনা মহামারির কারণে এই শোর শুট করতে বিলম্ব হয়েছে।
এবারের সিজন্- এ অনেক তারকার নাম আলোচনায় এসেছে। করণ কুন্দ্র, নিয়া শর্মা, বিবিয়ান ডি সেনা, সুরভী জ্যোতি, রাজীব সেন, জেসমিন ভাসিন, নেহা শর্মা, আলিশা পানবার, মানসী শ্রীবাস্তবসহ বেশ কিছু তারকার নাম আলোচনায় রয়েছে। ১৪তম মৌসুমের সম্প্রচার শুরু হবে ২০ সেপ্টেম্বর। যদিও এ খবর নিশ্চিত করেননি নির্মাতাদের কেউ।