দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেত্রী আলিয়া ভট্ট অভিনীত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’ চলতি বছর জুলাইয়ে মুক্তি পাচ্ছে। সঞ্জয় লীলা ভানসালি পরিচালিত এই ছবি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে থিয়েটারে। চলতি বছর ৩০ শে জুলাই থিয়েটারের মুক্তি পাচ্ছে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি’।
এস হোসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইন্স অফ মুম্বই’ বই অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। ছবি নিয়ে দীর্ঘ বিতর্ক চলার পর অবশেষে বাধাহীনভাবে সিলভার স্ক্রিনে আসছে মুম্বইয়ের কামাথিপুরার ‘ম্যাডামজি’র কাহিনী। ষাটের দশকে মুম্বইয়ের কামাথিপুরা পতিতালয়ের এলাকায় সর্বেসর্বা হয়ে ওঠেন গাঙ্গুবাঈ। মাত্র ১৬ বছর বয়সে বাবার হিসাবরক্ষক গঙ্গা হরজীবনদাসের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। দাম্পত্য জীবনে প্রতারিত হন এবং স্বামী তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। এরপরই শুরু হয় একের পর এক ধর্ষণ। তৎকালীন ডন করিমা লালার চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। করিমা লালা, গাঙ্গুবাঈকে নিজের বোনের স্বীকৃতি দিয়েছিলেন। ধীরে ধীরে কিভাবে পতিতালয়ের যৌনকর্মী কামাথিপুরার ‘ম্যাডামজি’ হয়ে ওঠেন তারই গল্প শোনাবে ‘গঙ্গুবাই কথিয়াওয়ারি’। গাঙ্গুবাঈ, অনিচ্ছায় আসা যৌনকর্মীদের প্রতি সহনশীল ছিলেন। সে প্রসঙ্গও তুলে ধরা হবে এই ছবিতে।
https://www.instagram.com/p/CLqeSn2MzxZ/?igshid=1ti0uyc8x791l
আরও পড়ুন : সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরলেন সইফিনা
ভানশালির এই ছবিতে আলিয়া, অজয় দেবগনের পাশাপাশি দেখা যাবে পার্থ সামান্থান সহ সান্তনু মাহেশ্বরী, ইমরান হাশমি, বিজয় রাজ প্রমুখদের। এই ছবির সঙ্গে দক্ষিণী অভিনেতা প্রভাসের ‘রাধে শ্যাম’ এর ক্ল্যাস হচ্ছে বক্স অফিসে।