30 C
Kolkata
Friday, June 9, 2023
More

    চলতি বছর জুলাইয়ে থিয়েটারে আসছে দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘গাঙ্গুবাই কথিয়াওয়ারি’

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেত্রী আলিয়া ভট্ট অভিনীত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’ চলতি বছর জুলাইয়ে মুক্তি পাচ্ছে। সঞ্জয় লীলা ভানসালি পরিচালিত এই ছবি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে থিয়েটারে। চলতি বছর ৩০ শে জুলাই থিয়েটারের মুক্তি পাচ্ছে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি’।

    এস হোসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইন্স অফ মুম্বই’ বই অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। ছবি নিয়ে দীর্ঘ বিতর্ক চলার পর অবশেষে বাধাহীনভাবে সিলভার স্ক্রিনে আসছে মুম্বইয়ের কামাথিপুরার ‘ম্যাডামজি’র কাহিনী। ষাটের দশকে মুম্বইয়ের কামাথিপুরা পতিতালয়ের এলাকায় সর্বেসর্বা হয়ে ওঠেন গাঙ্গুবাঈ। মাত্র ১৬ বছর বয়সে বাবার হিসাবরক্ষক গঙ্গা হরজীবনদাসের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। দাম্পত্য জীবনে প্রতারিত হন এবং স্বামী তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। এরপরই শুরু হয় একের পর এক ধর্ষণ। তৎকালীন ডন করিমা লালার চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। করিমা লালা, গাঙ্গুবাঈকে নিজের বোনের স্বীকৃতি দিয়েছিলেন। ধীরে ধীরে কিভাবে পতিতালয়ের যৌনকর্মী কামাথিপুরার ‘ম্যাডামজি’ হয়ে ওঠেন তারই গল্প শোনাবে ‘গঙ্গুবাই কথিয়াওয়ারি’। গাঙ্গুবাঈ, অনিচ্ছায় আসা যৌনকর্মীদের প্রতি সহনশীল ছিলেন। সে প্রসঙ্গও তুলে ধরা হবে এই ছবিতে।

    https://www.instagram.com/p/CLqeSn2MzxZ/?igshid=1ti0uyc8x791l

    আরও পড়ুন : সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরলেন সইফিনা

    ভানশালির এই ছবিতে আলিয়া, অজয় দেবগনের পাশাপাশি দেখা যাবে পার্থ সামান্থান সহ সান্তনু মাহেশ্বরী, ইমরান হাশমি, বিজয় রাজ প্রমুখদের। এই ছবির সঙ্গে দক্ষিণী অভিনেতা প্রভাসের ‘রাধে শ্যাম’ এর ক্ল্যাস হচ্ছে বক্স অফিসে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...