দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২০১৮ সালে সর্বশেষ তাঁকে ‘জিরো’ সিনেমায় দেখা যায়। দীর্ঘদিন চলচ্চিত্রের বাইরে বলিডড বাদশাহ শাহরুখ খান। এরপর আর কোনো প্রকল্পে যুক্ত হননি তিনি। তবে নানা গুঞ্জনে খবরের শিরোনাম হয়েছেন। ভক্তরা বহুদিনের অপেক্ষায়, এই বুঝি এলো নতুন খবর। এবার তার অবসান ঘটলো। ‘ওয়ার’ সিনেমাখ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের একটি ছবিতে দেখা যাবে কিং খানকে। “রাব নে বানা দি জোড়ি” থেকে “হ্যাপি নিউ ইয়ার” এই জুটি মানুষের মন কেড়েছে বহুবার বহুরকম ভাবে। সেই জুটিকেই আবার নতুন করে দেখতে পাওয়া যাবে পর্দায়।
খবর সূত্রে জানা গিয়েছে, চিত্রনাট্য প্রায় প্রস্তুত। শাহরুখ খান এরই মধ্যে চুক্তিপত্রে সই করেছেন। এখন যশরাজ ফিল্মস কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে শুটিং শিডিউল ও সময় নির্ধারণ করা হবে।
আগামী মাসে এ স্টুডিওর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সে উপলক্ষে আদিত্য চোপড়া ‘পাঠান’ ছবির ঘোষণা দিতে চান। ২০২১ সালের ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে ছবিটি মুক্তি পেতে পারে।
ছবির শুট অক্টোবরে শুরু হতে পারে। তবে এখনো সেভাবে সময় নির্ধারণ করা হয়নি। এখন ভক্তদের এটাই অপেক্ষা, কবে যশরাজ ফিল্মস থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। পত্রপত্রিকার খবর, শাহরুখের নতুন ছবির নাম ‘পাঠান’। এতে শাহরুখের নায়িকা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন।