দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বেশ কিছুদিন পরপরই নতুন জুটির সন্ধানের খোঁজে নামতে হয় বলিউডকে। কেননা, একই জুটির সিনেমা বারবার দর্শকদের মন কাড়তে পারে না। তাই নতুন জুটির খোঁজ। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডের নতুন জুটি হতে যাচ্ছেন আয়ুষ্মান খুরানা ও বানী কাপুর। এ নিয়ে বলিউডে চলছিল বেশ জল্পনা। অবশেষে সকল জল্পনার অবসান ঘটলো।
পরিচালক অভিষেক কাপুরের আগামী সিনেমাতে একসঙ্গে জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হবেন আয়ুষ্মান-বানী জুটি। নাম ঠিক না হওয়া সিনেমাটির বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
উত্তর প্রদেশের একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমাটি। চলতি বছরের অক্টোবর মাসেই সিনেমাটি শুটিং শুরু হবে। এটি আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
প্রসঙ্গত, ‘ওয়্যার’ সিনেমা দিয়ে বলিউড যাত্রা শুরু করেন বানী কাপুর। অভিনেত্রী আপাতত ব্যস্ত রয়েছেন অক্ষয়ের ‘বেল বটম’ সিনেমা নিয়ে। অন্যদিকে আয়ুষ্মান অভিনীত সবশেষ সিনেমা ‘গুলাবো সিতাবো’। সিনেমাটি মুক্তির পর থেকেই শুটিং ফ্লোরের বাইরেই রয়েছেন তিনি।
বানী জানিয়েছেন, “বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার সঙ্গে আমার প্রথম কাজ, তাও আবার প্রেমের গল্প। আশা করছি দারুণ একটা কাজ হতে যাচ্ছে এটি।” প্রথমবার আয়ুষ্মানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে দারুন উচ্ছ্বসিত বানী কাপুর।