দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহরের। এমনকি বলিউডে স্বজনপোষণের আতুরঘর করণের ধর্মা প্রোডাকশন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়ছেন তিনি। তবে পুরনো বিতর্ক কেটে না উঠতেই ফের নতুন বিতর্কে জড়িয়ে গেলেন করণ।
সুশান্তের মৃত্যুর পর ট্রোলিং এড়াতে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিয়েছিলেন করণ। বহুদিন জনসম্মুখেও আসেননি তিনি। যদিও নীতু কাপুরের জন্মদিনে হাজির হয়েছিলেন। এবার বলিউডের বন্ধুদের দাওয়াত দিয়ে নিজের বাড়িতেই পার্টি করলেন এই প্রযোজক-পরিচালক।
সম্প্রতি তারই বেশকিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে অনিল কাপুর নীতু কাপুর ও কিয়ারা আদভানিদের শুক্রবার রাতে করণের বাড়িতে দেখা গেছে। তবে এদিন সকালে চিত্রনাট্য হাতে করণের ধর্মা প্রোডাকশনের সামনে দেখা যায় বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানিকে। তাই অনেকেরই ধারণা, তাদেরকে নিয়ে নতুন কোনো সিনেমার প্ল্যান করছেন কেজে। এ নিয়ে বি টাউনে শুরু হয়েছে জল্পনা। তবে আসলেই কি ঘটতে যাচ্ছে তা বোঝা যাবে করণের আনুষ্ঠানিক ঘোষণার পর। হঠাৎই কি কারনেই বা করণের বাড়িতে তারা, সে বিষয়ে কিছু জানা যায়নি।
এদিকে করণ জোহরের প্রযোজনায় তৈরী হয়েছে ‘গুঞ্জন সাক্সেনা’ সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। তবে অজানা কারনেই সিনেমার ট্রেলার থেকে মুছে দেওয়া হয়েছে করণের নাম। নেটিজেনদের আক্রমণ থেকে রেহাই পেতেই এমনটি করেছেন তিনি বলে জানা গেছে।