দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বেশ গত কয়েকমাস ধরে বলিউডে চলছে স্বজনপ্রীতি বিতর্ক। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে পাল্টাপাল্টি সমালোচনা। এরই মধ্যে শাহরুখ খানের হাত ধরে বলিউডে পা রাখলেন পাঁচ বহিরাগত অভিনেতা।
সম্প্রতি শাহরুখের রেড চিলিজের প্রযোজনায় অনলাইনে মুক্তি পেয়েছে ‘ক্লাস অফ ৮৩’ সিনেমার ট্রেলার। স্বজনপ্রীতি বিতর্কের মাঝে শাহরুখের এমন সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।


এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। এই সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন নিনাদ মহাজনি, ভূপেন্দ্র জাদওয়াত, সমীর পারাঞ্জাপে, হিতেশ ভোজরাজ ও পৃথ্বীক প্রতাপ। ক্লাস অফ ৮৩’র ট্রেলার মুক্তির পর থেকে সাবলীল অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন নতুন এই পাঁচ মুখ। হুসাইন জাইদি রচিত ‘ক্লাস অফ ৮৩: দ্য পানিশার্স অব মুম্বাই পুলিশ’র অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অতুল সভরওয়াল। এতে আশির দশকের গ্যাংদের অপরাধ প্রবণতা রুখতে পুলিশের রুদ্ধশ্বাস অভিযানগুলো দেখানো হয়েছে।
নবাগত অভিনেতাদের স্বাগত জানিয়ে শাহরুখ খান টুইটারে লিখেছেন, ‘ক্লাস অফ ৮৩’তে ববি দেওলকে অসাধারণ লেগেছে। পাশাপাশি সৈনিকের চরিত্রে নবীনরাও নিজেদের মেলে ধরেছেন। আশা করছি, ট্রেলারটি সকলে উপভোগ করবেন।’ সিনেমাটি আগামী ২১ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে।