দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: নেটিজেনদের মতে কারিনা কাপুর খান খুব ভালোভাবেই জানেন যে কিভাবে নিজেকে লাইমলাইটে রাখতে হয়। আর সেকারণে নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। তবে এবার বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন বেবো।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা কাপুর জানিয়েছেন, “দর্শক আমাদের তারকা বানিয়েছেন, অন্য কেউ তো নয়। যারা আমাদের দিকে আঙ্গুল তুলছেন, তারাই তো আমাদের তারকা বানিয়েছেন। আপনারা প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যান বলেই আমরা আজ এই জায়াগায় এসেছি। আর যাবেন না সিনেমা দেখতে। কেউ তো জোর করছে না। আমি এসব বুঝি না। আমার কাছে এই বিষয়টি একদম বিরক্তিকর লাগে।”
কারিনার এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই বেজায় চটেছেন নেটিজেনরা। তারা স্পষ্ট জানিয়েছেন, কারিনার সিনেমা দেখতে আর হলে যাবেন না তারা। স্বভাবতই এর প্রভাব অভিনেত্রীর আগামী সিনেমা ‘লাল সিং চাড্ডা’তে পড়তে যাচ্ছে। এমনকি সিনেমাটি বক্স অফিসে মুখ থুবরে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এখানেই থেমে থাকেননি নেটিজেনরা। কারিনার মন্তব্যে ক্ষুব্ধ নেটিজেনরা তাকে বয়কটের ডাক দিয়েছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রীতিমতো ট্রেন্ড শুরু হয়ে গেছে হ্যাশট্যাগ বয়কট কারিনা।