দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ নামটা শুনলেই কেমন যেন মুখে হাসি চলে আসে কাজল-শাহরুখ এর জুটির কথা ভেবে। বলিউডের এই তুমুল জনপ্রিয় জুটির ব্যাপারে কারোরই অজানা নয়। এ জুটির বেশকিছু সিনেমা দর্শকদের মনে আজও গেঁথে আছে। অভিনয় তো বটেই, তাদের অনস্ক্রিন রোমান্স বাস্তবকেও যেন হার মানিয়ে দেয়। এই জুটির নতুন ছবির জন্য এখনও মুখিয়ে থাকেন ভক্তরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে ফের শাহরুখ-কাজল জুটি চর্চায় উঠে এসেছে। এমনকি টিনসেল টাউনে শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা।
বলিউড বাদশা বলেন, “শুধু ভালোবাসি বললেই কিছু হয় না। কাজলের সঙ্গে আমার সম্পর্কের গভীরতা মাপকাঠিতে মাপা সম্ভব নয়। শুধু তাই নয়, ওর সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক।”
একটি সাক্ষাৎকারে কাজলের জন্মদিন ও বিবাহ বার্ষিকী কবে জানতে চাইলে শাহরুখ বলেন, জন্মদিন ৫ আগস্ট আর বিবাহ বার্ষিকী ২৪ এপ্রিল।
অভিনেতার কথার প্রসঙ্গ টেনে কাজল বলেন, ‘আমার স্বামীর (অজয় দেবগণ) সঙ্গে এই নিয়ে শাহরুখের ঝামেলা হয়েছিল। কি এক কান্ড, বিবাহবার্ষিকী আমাদের কিন্তু শাহরুখ অজয়েরও আগে অভিনন্দন জানায় প্রতি বছর। বহু চেষ্টার পরও ওকে হারাতে পারেনি অজয়। অবশেষে হাল ছেড়ে দিয়েছে।’ কাজলের মন্তব্যে এবার অট্টহাসি দিলেন শাহরুখ।