দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দারুণ খুশি প্রিয়াঙ্কা ভক্তরা। অবশেষে নিজের আত্মজীবনী নিয়ে বই ‘আনফিনিশড’ বা ‘অসমাপ্ত’র লেখা শেষ করলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এমনটি জানিয়েছেন দেশি গার্ল নিজেই।
এদিন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি লিখেছেন, ‘আনফিনিশড’-এর লেখা শেষ করলাম। এমন খুশির খবর আপনাদের না জানিয়ে থাকতে পারছিলাম না। আমার আত্মজীবনীতে লেখা প্রতিটি শব্দই আমার জীবনের প্রতিচ্ছবি।
জানা গেছে, প্রিয়াঙ্কার আত্মজীবনী নিয়ে ‘আনফিনিশড’ বইটি প্রকাশ করতে যাচ্ছে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। বইটি একই সঙ্গে আমেরিকা ও ইংল্যান্ডে প্রকাশিত হবে।
অন্যদিকে, একটি সাক্ষাৎকারে নিজের আত্মজীবনী নিয়ে প্রিয়াঙ্কা বলেন, “আমার বইটি ঠিক আমার মতোই হবে। এখানে জীবন সংগ্রাম, হাসিখুশি, সততা, দৃঢ়তা সব ধরনের স্বাদই পাবেন পাঠকেরা। আমি ব্যক্তিগত বিষয় নিয়ে কখনোই প্রকাশ্যে কথা বলিনি। কিন্তু এখন সময় এসেছে এবং আমি প্রস্তুত।”
২০১৮ সালে থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’র প্রোমোশনের সময় প্রিয়াঙ্কা নিজের মুখেই ঘোষনা দিয়েছিলেন আত্মজীবনী লিখছেন তিনি। বইটি ২০১৯ সালে প্রকাশিত হওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। কেননা সেসময় লেখার কাজ পুরোপুরি শেষ করতে পারেননি তিনি। কিন্তু সব প্রতিকূলতা পেরিয়ে এবার বইটির কাজ শেষ করলেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, খুব শিগগিরই বইটি খোলা বাজারে প্রকাশিত হবে।