দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দক্ষিনী সিনেমার মেগাস্টার রজনীকান্ত। রুপালী পর্দায় অভিনেতার উপস্থিতি মানেই দর্শকদের মনে টানটান উত্তেজনা। জনপ্রিয়তার রেশ ধরে পারিশ্রমিকও হাকেন মোটা অংকের। জানা যায়, প্রতি সিনেমায় অভিনয়ের জন্য ৭০ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। কিন্তু এবার পারিশ্রমিকের বিবেচনায় তাকে পেছনে ফেললেন আরেক দক্ষিনী সুপারস্টার প্রভাস।


সম্প্রতি পরিচালক নাগ আশ্বিনের বিগ বাজেটের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন প্রভাস। যেখানে তার বিপরীতে দেখা যাবে বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনকে।
প্রভাসের আগামী সিনেমার নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে ‘প্রভাস ২১’। এটি বিজয়ন্তি মুভিজের ব্যানারে প্রযোজনা করছেন অশ্বিনি দত্ত, প্রিয়াঙ্কা দত্ত ও স্বপন দত্ত।
খবর সূত্রে জানা গিয়েছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা। যার মধ্যে ডাবিং রাইটস ৩০ কোটি টাকা। আর নিজের পারিশ্রমিক ৭০ কোটি টাকা। যা দক্ষিনী সিনেমার ইতিহাসে রেকর্ড। শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হবে।