দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রণবীরের ভক্তরা রয়েছে বহুদিনের অপেক্ষায়। তাদের অপেক্ষার অবসান যে ঘটলো তা বলা যেতেই পারে। করোনা আবহের মধ্যেই কাজে ফিরছেন বলি-তারকারা। রণবীর কাপুরও ব্যতিক্রম নন। সম্প্রতি তাঁর টিমের সঙ্গে অভিনেতাকে দেখা গেল সেটে। সেখানে তাঁর জন্মদিনও উদ্যাপন করেছেন রণবীর। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে সমস্ত বিধিনিষেধ মেনেই হয়েছে জন্মদিন পালন।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওই স্টাইলিস্ট। সেখানে রণবীরকে দেখা যাচ্ছে ছাইরঙা সোয়েটশার্ট ও কালো মাস্কে। মাথায় কালো টুপিও পরেছেন অভিনেতা।
আলিয়া ভট্টর সঙ্গে জুটি বেঁধে রণবীরের প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিং বাকি। তবে এই করোনার জেরে ছবির মুক্তি পিছিয়েছে ২০২১-এর জুন পর্যন্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র’-এর মুক্তি বিলম্বিত হওয়ায় ভক্তদের কাছে মজার পাত্র হয়ে যাচ্ছেন বলে তিনি মনে করেন। তবে ‘ব্রহ্মাস্ত্র’-এর ২৬ দিনের শিডিউল বাকি। তাই অক্টোবর থেকেই মুম্বইয়ে শুট শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।