ফোর্বস 2020 সালের সর্বাধিক উপার্জনকারী শীর্ষ দশ তারকার তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুসারে, WWE সুপারস্টার ডোয়েন ‘দ্য রক’ জনসন প্রথম স্থান ধরে রেখেছেন। গত বছরও দ্য রক সর্বাধিক উপার্জনকারী সুপারস্টারদের তালিকার এক নম্বরে ছিলেন।
ফোর্বস জুন 2019 থেকে জুন 2020 সময়কালে বিশ্বজোড়া তারকাদের সর্বাধিক উপার্জনের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে। এই বছরেও, দ্য রক 87.5 মিলিয়ন মার্কিন ডলার উপার্জন সহ এক নম্বরে রয়েছেন। বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের নামও এই তালিকায় রয়েছে।
খিলাড়ি কুমারই একমাত্র ভারতীয় সুপারস্টার যার নাম বিশ্বের সর্বাধিক উপার্জনকারী তারকাদের শীর্ষ দশ জনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তিনি শুধু ভারতেরই নয়, উইল স্মিথ, জ্যাকি চ্যানের মতো হলিউডের তাবড় সুপারষ্টারদের পিছনে ফেলে দিয়েছেন। 48.5 মিলিয়ন ডলার উপার্জন নিয়ে এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন অক্ষয়।
দ্য রক পেশাদার রেসলিংয়ের রিংয়ে গোটা বিশ্বের মন জয় করার পর, হলিউডেরও বৃহত্তম সুপারস্টার হয়ে উঠেছেন। উপার্জনের দিক থেকে কেউ তাঁর আশেপাশে নেই। যদিও বিগত বেশ কিছু বছর ধরে দ্য রক’কে খুব কম বারই WWE রিংয়ে দেখা গেছে। আসলে ধারাবাহিক ভাবে বেড়ে চলা সিনেমার শুটিংয়ের ব্যাস্ততার জন্যে দ্য রক ইদানিং আর রিংয়ে বেশি সময় দিতে পারেন না।