

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২০১৪ সালে ‘কিক’ সিনেমা দিয়ে অনস্ক্রিন রোমান্সে মজেছিলেন তারা দু’জন। বলিউডে আবারও ফিরছেন সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজ জুটি। সেসময় এই জুটিকে বেশ পছন্দও করেছিলেন সিনেপ্রেমীরা। তারপর দীর্ঘ বিরতি পর ২০১৮ সালে ‘রেস থ্রি’তে দেখা গিয়েছিলো তাদের দু’জনকে। গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিলো, ফের জুটি বাঁধতে যাচ্ছেন সালমান-জ্যাকলিন।
অবশেষে সেই গুঞ্জনে সিলমোহর বসালেন পরিচালক-প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালের নাতি ওয়ারধা। সিনেমাটি পরিচালনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা। সিনেমা সম্পর্কে ওয়ারধা জানিয়েছেন, ‘কিক’ ফ্রাঞ্চাইজির দ্বিতীয় কিস্তির সিনেমা নির্মিত হতে যাচ্ছে। এতে আবারো রোমান্স করবেন সালমান-জ্যাকলিন। এরই মধ্যে ‘কিক ২’ নিয়ে তাদের সঙ্গে আলোচনা সেরেছেন নির্মাতা সাজিদ। তারা দু’জনেই অভিনয়ের জন্য সম্মতি জানিয়েছেন। জানা গেছে, খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে।
এদিকে সালমান খান ‘রাধে’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়াও ‘গানস অফ নর্থ’, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’তে অভিনয়ের কথা রয়েছে ভাইজানের।