দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বলিউডে আধিপত্য বিস্তার করা প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশন’ আদানি গ্রুপের পর এবার জিও স্টুডিওসের সঙ্গে হাত মেলাতে চলেছে! হ্যাঁ সম্প্রতি এরকমই খবর শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থার অন্দরমহল থেকে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা না হলেও খবর, শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
গতবছর লাইকা (Lyca) প্রযোজনার সঙ্গে করণ জোহরের ‘ধর্মা’র ব্যবসায়ীক চুক্তি হয়। দুটি সংস্থা মিলিত হয়ে কাজ করার পরিকল্পনা করলেও শেষপর্যন্ত কারণবশত তা মাঝপথেই বন্ধ হয়ে যায়। পরে গৌতম আদানির আদানি গ্রুপের কাছে করণ নিজের সংস্থার ৩০ শতাংশ স্টক বেচে দেওয়ার চুক্তিতে আবদ্ধ হন। যদিও সেই পরিকল্পনা এখনও রয়েছে। সম্প্রতি জিও স্টুডিওর সঙ্গে করণ হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। খবর রিলায়ান্স-জিও’র কর্ণধর মুকেশ আম্বানির সঙ্গে বেশ কয়েকবার আলোচনাও হয়েছে এবিষয়ে। দুইসংস্থার মেলবন্ধনের খবর মিলবে শীঘ্রই। জানা যাচ্ছে, একই সঙ্গে এই দুই সংস্থা কিছু বড়ো বাজেটের ছবিরও ঘোষণা করবে।