দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: লকডাউন পর্ব শেষে হতেই প্রায় বেশিরভাগ শুটিংই শুরু হয়ে গিয়েছে বি টাউনে। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অনেকেই কাজে ফিরেছেন। আবার কেউ কেউ নিজের জগতে ফিরতে উন্মুখ হয়ে আছেন। এবার নিজের শুটিংয়ে ফেরা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
করোনা আবহের মধ্যেই শুটিং করতে চেয়েছিলেন শ্রদ্ধা কাপুর। তবে বাবার অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন অভিনেত্রী। এরপর তো শুরু হলো লকডাউন। ফলে টানা ৫ মাস ধরে ঘরবন্দি ছিলেন তিনি। অবশেষে আনলক পর্বে কাজে ফিরতে যাচ্ছেন অভিনেত্রী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, “বর্তমান পরিস্থিতির কারণে দীর্ঘদিন হয়ে গেল কাজের বাহিরে ছিলাম। লকডাউনের শুরুতে বিশ্রাম ভালো লাগলেও এখন আর সেটি ভালো লাগে না। তবে আমার মনে হয় এখন আরও বেশি পরিশ্রম করতে হবে। পাশাপাশি শুটিং ফ্লোরে ফিরতে আমি উন্মুখ হয়ে আছি।” কাজের ক্ষেত্রে শ্রদ্ধাকে সবশেষ দেখা গিয়েছে ‘বাঘী থ্রি’ সিনেমাতে। এতে তার বিপরীতে ছিলেন টাইগার শ্রফ।
অন্যদিকে জানা গিয়েছে, তামিলের জনপ্রিয় সিনেমা ‘আদারি’র হিন্দি রিমেকে অভিনয় করবেন নায়িকা। শোনা যাচ্ছে, খুব তারাতারিই সিনেমাটির শুটিং শুরু হবে।