31 C
Kolkata
Sunday, June 26, 2022
More

  ঐশ্বরিয়ার জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন সালমান

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউডে একসময়ের বহুল চর্চিত জুটি সালমান খান ও ঐশ্বরিয়া রায়। তাদের দু’জনের প্রেমের সম্পর্কের বিষয়টি কারোরই অজানা নয়। বাস্তবে তো বটেই, অনস্ক্রিনেও এই জুটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। হয়তো কেউ কল্পনাও করেননি এই প্রেমিক যুগলের সম্পর্কে কোনদিন ভাঙন ধরবে।

  তাদের দু’জনের মধ্যকার সম্পর্ক এতটাই তিক্ত হয়েছিল যে, সালমান প্রকাশ্যেই ঐশ্বরিয়াকে অপমান করতেন এবং গায়ে পর্যন্ত হাত তোলেন। এমনকি মাঝে মধ্যেই একে অন্যের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়তেন। যেকথা একাধিক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন ঐশ্বরিয়া।

  একদিকে সালমানের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে, অন্যদিকে ঐশ্বরিয়ার রেপুটেশন কমতে থাকে। ঠিক এমন সময় ভাইজানের সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হন অভিনেত্রী। শুধু তাই নয়, নিজের সিদ্ধান্তে বেশ কঠোর ছিলেন সাবেক এই অভিনেত্রী।

  কয়েকদিনের মধ্যেই বলিউড সুলতানের বুঝতে আর বাকি থাকেনা যে ঐশ্বরিয়া সম্পর্ক থেকে সরে যাচ্ছেন। যেদিন এমনটি বুঝতে পেরেছিলেন, ঠিক সেদিন রাতেই অভিনেত্রীর ফ্ল্যাটে পৌঁছে গিয়েছিলেন সালমান।

  একটি সাক্ষাৎকারে অ্যাশ জানান, “প্রায় দু-তিন ঘন্টা ধরে দরজা ধাক্কা দিচ্ছিলেন সালমান। দরজা না খোলায় সে জানায়, তাদের ১৭ তলার উঁচু ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবেন ভাইজান। এমন কথা শোনার পরও মন গলেনি নায়িকার, তখনও চুপ করেই ছিলেন তিনি। এক পর্যায়ে রাত তিনটার দিকে সালমানের হাত থেকে রক্ত ঝরতে থাকে। অবশেষে বাধ্য হয়ে দরজা খুলে দিয়েছিলেন ঐশ্বরিয়া।” যদিও তার কিছুদিন পরেই তারা দু’জন একে অপরের থেকে আলাদা হয়ে যান।

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  আগামী সোমবার খুলে যাচ্ছে রাজ্যের সব স্কুল

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আগামী ২৭ জুন থেকে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত সরকারি স্কুল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু...

  পুজোর বাকি ১০০ দিন ! অধীর আগ্রহে অপেক্ষায় বাঙালি

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পুজোর বাকি ১০০ দিন। এখন থেকেই পুজোর প্ল্যানিং ? এখনও ঢের বাকি ! না,...

  দুর্বল মৌসুমী বায়ু ! অনিশ্চিত বর্ষা

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : মৌসুমি বায়ু ঢুকলেও দক্ষিণবঙ্গে দুর্বল হয়ে পড়ল। আগামী কয়েকদিন বিশেষ বৃষ্টির সম্ভাবনা দেখছেন না...

  আরেকটা করোনা বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে রাজ্য ?

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্যে ভয়াবহ আকার নিল করোনা। এক লাফে ৭০০ পার করল দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার দৈনিক...

  এক অভিনব সাইকেল যাত্রা শুরু করলো সিভিক ভলেন্টিয়ার বিপ্লব দাস ।

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :এক অভিনব সাইকেল যাত্রা শুরু করলো বিরাটির সিভিক ভলেন্টিয়ার বিপ্লব...