26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    চার মাস পরে সোশ্যাল মিডিয়ায় করণ

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সমালোচনার মুখে পড়ে সোশ্যাল মিডিয়া ছেড়েছিলেন বলিউডের প্রভাবশালী নির্মাতা ও ধর্ম প্রোডাকশনসের কর্ণধার করণ জোহর। বলিউডে স্বজনপোষণ নিয়ে দু’মাসে অনেক তর্ক-বিতর্কের ঝড় বয়ে গেছে।

    সমালোচনার সেই ঝড়ে অন্যতম নিশানা ছিলেন করণ জোহর। তাই সামাজিক মাধ্যম থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন এই নির্মাতা। এতদিন পর ভারতের স্বাধীনতা দিবসে ইনস্টাগ্রামে ফিরলেন করণ।

    ইতোমধ্যে ধর্ম প্রোডাকশনস’র ব্যানারে নির্মিত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ মুক্তি পেয়েছে ১২ আগস্ট। তবুও নিজের সিনেমার প্রচারণার জন্য হলেও সামাজিক মাধ্যমে ফেরেননি করণ জোহর। ফিরলেন ১৫ আগস্ট।

    এর আগে করণ জোহর ইনস্টাগ্রামে সবসময় সক্রিয় থাকতেন। দু’মাস আগে ১৪ জুনে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। সেদিনেই তিনি তার শেষ পোস্ট দিয়েছিলেন। সুশান্তের সঙ্গে তার ঘনিষ্ঠ একটি ছবি শেয়ার করে সেই পোস্টে তিনি লিখেছিলেন, “বিগত বছরে তোমার সংস্পর্শে না থাকতে পারায় আমি নিজেই নিজেকে দোষারোপ করছি। আমার মাঝেমধ্যে মনে হতো, তোমার জীবনটা শেয়ার করার জন্য কাউকে হয়তো প্রয়োজন তোমার। কিন্তু যেভাবেই হোক, এ নিয়ে আমি পরে আর ভাবিনি। এরকম ভুল আমি আর কখনও করব না। আমরা খুব প্রাণবন্ত আর কোলাহলপূর্ণ জীবন যাপন করি। কিন্তু এর মধ্যেই খুব বিচ্ছিন্ন সবাই। আমাদের কেউ কেউ একরকম নীরবতায় নিমজ্জিত হই আর নিজের মধ্যেই হারিয়ে যাই। তাই আমাদের শুধু সম্পর্ক তৈরি করাই যথেষ্ট নয়, সেটা লালনপালন করাও দরকার। সুশান্তের দুর্ভাগ্যজনক মৃত্যু আমার কাছে জেগে ওঠার জন্য অনেক বড় একটি ডাক। আমি আশা করি, এটা আপনাদের সবার মধ্যেও সাড়া জাগাবে। তোমার সংক্রামক হাসি আর তোমার বিশাল আলিঙ্গন মিস করবো।” কিন্তু এই পোস্ট দেওয়ার পরও রক্ষা হয়নি। নেটিজেনদের আক্রমণের মুখে নীরব হয়ে যান করণ জোহর। শুধু ইনস্টাগ্রাম নয়, সব সামাজিক মাধ্যমেই নিষ্ক্রিয় ছিলেন তিনি।

    ইনস্টাগ্রামে ফিরে প্রথম পোস্টে করণ জোহর ভারতের তেরঙ্গা পতাকার একটি ছবি শেয়ার করে লেখেন, “সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ও গুপ্তধনসমৃদ্ধ এ আমাদের মহান জাতি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।”

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...