দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: কলকাতার টলি পাড়ায় আবার নতুন করে কোভিড-১৯ সংক্রমণের খবর। এবার সংক্রমণের শিকার স্বয়ং পরিচালক রাজ চক্রবর্তী। আজ সোমবার তিনি নিজেই একটি টুইট করে সে কথা জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য টলিপাড়ার এই সুপারহিট পরিচালকের বাবা বেশ কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু তাঁর কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে রাজের রিপোর্ট পজ়িটিভ!
তিনি ডাক্তারের পরামর্শ মত আপাতত হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তিনি জানিয়েছেন পরিবারের বাকি সদস্যদেরও করোনা টেস্ট করা হবে। আর কয়েক মাস পরেই বাবা হতে চলেছেন রাজ। তাঁর আগে এরকম খবরে স্তম্ভিত অনেকেই। প্রত্যেকেই চাইছেন রাজ অতি দ্রুত সুস্থ হয়ে উঠুন সেই সাথে তাঁর স্ত্রী ও অভিনেত্রী শুভশ্রী ও তাঁদের আসন্ন সন্তান সুস্থ থাকুক সেই প্রার্থনাই করছেন টলিপাড়া সহ দর্শকদের প্রায় সকলেই।