দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বলিউড থেকে এবার হলিউডে ডেব্যু করতে চলেছেন শ্রীলঙ্কা সুন্দরী তথা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দিজ। খবর, ‘উইমেন্স স্টোরিজ’ নামের একটি ছবির মাধ্যমে হলিউডে পা রাখছেন নায়িকা। ছবিতে একজন রূপান্তরকামী মডেলের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ছবির গল্প একটি ছটি কাহিনী বিশিষ্ট সাহিত্য থেকে সংগ্রহ করা হয়েছে।
‘উইমেন্স স্টোরিজ’ নামের এই ছবি বিশ্বের ছয়জন মহিলা পরিচালকের নির্দেশনায় তৈরি হতে চলেছে। ইতিমধ্যেই ছবির কিছু অংশের শ্যুটিং মুম্বইয়ের সিএসটি থানা চত্ত্বরে করা হয়েছে। ছবিতে জ্যাকলিন ছাড়াও আরও বেশ কিছু মহিলা অভিনেত্রী মুখ্য চরিত্রে থাকবেন বলে জানা যাচ্ছে।
সম্প্রতি মুক্তি পাওয়া সলমনের ‘রাধে’ ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা মেলে জ্যাকলিনের। এছাড়া নায়িকার তালিকায় রয়েছে “ভূত পুলিস’, ‘বচ্চন পান্ডে’, ‘রামসেতু’, ‘সার্কাস’ সহ একগুচ্ছ ছবি।