30 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    বলিউড ‘মাফিয়া রাজে’র বিতর্কে কঙ্গনা কে অর্ধশিক্ষিত বললেন নাসিরুদ্দিন শাহ

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত ১৪’ই জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর থেকেই সর্বপ্রথম বলিউডের মাফিয়া রাজ নিয়ে সরব কঙ্গনা ওয়াত। সুশান্ত সিং এর রহস্যজনক মৃত্যুতে সামনে আসা খুচরো খুচরো তথ্য কে হাতিয়ার করে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন বলিউডের তথাকথিত টাইকুনদের বিরুদ্ধে। এই লিস্টে রয়েছে মহেশ ভাট, করণ জোহর সহ এক গুচ্ছ বলিউড প্রডিউসার, ডিরেক্টর এবং অ্যাক্টর। বলিউডে চলতে থাকা নেপটিজম, মাসল পাওয়ার নিয়ে অভিনেত্রীর টিমের টুইটার পোস্টগুলি রোজই ট্রেন্ডিং। দেশ জুড়ে গড়ে ওঠা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে প্রতিবাদ আরও বেশি ইন্ধন পায় যখন ওই অ্যাকাউন্ট থেকে নিত্য ‘মুভি মাফিয়া’ নিয়ে সরব হওয়া পোস্ট করা হয়। তবে কঙ্গনার এই দাবি নিয়ে একমত নন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি সম্পূর্ণ উল্টো দিকে দাঁড়িয়ে অভিনেত্রীকে ‘অর্ধ-শিক্ষিত’ বলে কটাক্ষও করেছেন।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন বিস্ময়ের সাথে বলেন যে তাঁর জ্ঞাতার্থে এখনো অবধি বলিউডে কোনও ‘মুভি মাফিয়া’ তিনি দেখেন নি। সেই সাথে ‘নাম না করেই’ তিনি কঙ্গনার উদ্দেশে বলেন, ‘অর্ধ-শিক্ষিত এক উঠতি অভিনেত্রী কী বলছেন, তা জানতে কারোর কোনও আগ্রহ নেই। উনি তো যেন নিজের কাঁধেই সুশান্তের জন্য বিচার চাওয়ার দায়িত্ব তুলে নিয়েছেন।’ যদিও সুশান্তের মতো ‘তরুণ প্রতিভার’ মৃত্যুতে তিনি শোকাহত জানিয়ে বিচার ব্যবস্থায় বিশ্বাস রাখার কথা বলেছেন নাসিরউদ্দিন শাহ। তাঁর কথায়, ‘বিচার ব্যবস্থায় বিশ্বাস রাখতে হবে। এটা কারোর ব্যক্তিগত বিষয় নয়।’ বর্ষীয়ান অভিনেতা আরও বলেন যে, আসলে সুশান্ত এর এই ঘটনাকে কেন্দ্র করে ‘অনেকেই ইন্ডাস্ট্রির প্রতি বিষোদগার করে তাদের ব্যক্তিগত শত্রুতা মেটাচ্ছেন।’

    শুধু নাসিরউদ্দিন নয়, এই বিষয়ে একমত অভিনেত্রী স্বরা ভাস্করও। তাঁর কথায় মুম্বাই পুলিশের তদন্তে আস্থা না রেখে ‘আমরা কেন নিজেদের বিচারক ভাবতে শুরু করেছি?’ অপরদিকে, নাসিরউদ্দিন শাহ’র মন্তব্যের প্রতিক্রিয়া এসেছে কঙ্গনা রানাওয়াতের তরফ থেকে। তাদের তরফে টুইটে বর্ষীয়ান অভিনেতার সঙ্গে কঙ্গনার অভিনয়ের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। টুইটে অভিনেত্রী লিখেছেন, ‘নাসির জি, আপনি বড় অভিনেতা। এত বড় শিল্পীর গালিও ঈশ্বরের প্রসাদের মতো। আমি এতে অভ্যস্ত। তবে আমি যদি প্রকাশ পাড়ুকোন বা অনিল কাপুরের মেয়ে হতাম, আপনি কি একই কথা বলতেন?’

    এই দুই শিল্পীর কোন্দলকে কেন্দ্র করে নেট দুনিয়াও তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় নাসিরউদ্দিন শাহ’র এ হেন মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু যে সাধারণ আত্মহত্যা নয়, সেটা ক্রমশ প্রকাশ হচ্ছে, ইতিমধ্যেই ইন্টারনেট এ বহু বিশেষজ্ঞ অনেক ধরণের থিওরী প্রকাশ করেছেন। সেই সাথে ইডি’র হাতে থাকা রিহা চক্রবর্তী’র সামঞ্জস্যহীন বয়ান, কল রেকর্ডস আর আয়কর রিটার্ন ফাইল প্রকাশ্যে আসায় নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই বলিউডের প্রতি তীব্র শ্লেষ জন্মেছে। এর ফলে সড়ক ২ ট্রেলার বিশ্বের সর্বোচ্চ অপছন্দের ট্রেলার হিসেবে রেকর্ড করেছে, শাহরুখ খানের পাঠান ট্রেলার ও মুখ থুবড়ে পরছে। এই মূহুর্তে এই ধরণের মন্তব্য যে বলিউডের প্রতিই ক্ষোভ তৈরিতে সাহায্য করবে এই বিষয়ে সন্দিহান নন ডাইহার্ড বলিউড লাভারও।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...