দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সোমবার রাজ চক্রবর্তীর করোনা টেস্ট পজিটিভ এসেছে। সেই সূত্রে তিনি টুইটারে লিখেছিলেন, “আমি কোভিড-১৯ পজিটিভ। আমার বাবা হাসপাতালে ভর্তি আছেন। তবে পরপর দু’বার বাবার করোনা নেগেটিভ এসেছে। বর্তমানে আমি হোম আইসোলেশনে আছি। পরিবারের অন্যান্য সদস্যদের করোনা টেস্ট করা হচ্ছে। এটা খুব কঠিন একটা সময়।”


তবে করোনা ভাইরাসে আক্রান্ত হননি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তার করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। এমন খবরে স্বস্তির হাওয়া বইছে টলিপাড়ায়। পাশাপাশি অন্তঃসত্ত্বা শুভশ্রীকে নিয়ে চিন্তামুক্ত হলেন স্বামী রাজ চক্রবর্তীও।
মঙ্গলবার দুপুরে নিজের মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। সেখানে তিনি লিখেছেন, “আমাদের শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের জন্য সুসংবাদ। শুভশ্রী ও পরিবারের বাকি সদস্যদের করোনা নেগেটিভ এসেছে।”
পাশাপাশি নিজের শারীরিক পরিস্থিতিরও আপডেট জানান রাজ। তিনি বলেন, “আপাতত ভালো আছি এবং চিকিৎসকের সকল পরামর্শ মেনে চলছি। শুভশ্রীর টেস্ট রিপোর্ট নেগেটিভ আসাতে অনেকটাই হাল্কা বোধ করছি। আমি ও শুভশ্রী আলাদা আলাদা ঘরে আছি। ফলে এই ভাইরাসে শুভশ্রীর সংক্রমিত হওয়ার আশঙ্কা নেই।”
প্রসঙ্গত, খুব শিগগিরই মা হতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলি। আগামী সেপ্টেম্বরেই রাজ-শুভশ্রী দম্পতির ঘরে নতুন অতিথি আসবে।