দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সাথে সাহসী অভিনেত্রীদের মধ্যে প্রথমের তালিকাতেই রয়েছেন। ‘দিল বেচারা’ ছবিতে প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছে। সোজাসাপ্টা কথার জন্যও বিভিন্ন সময় খবরের শিরোনাম হন তিনি। এবার নতুন লুকে সেলফি শেয়ার করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়লেন।
সম্প্রতি টুইটারে নিজের নতুন লুক শেয়ার করেছেন স্বস্তিকা মুখার্জি। সেখানে তাঁর হেয়ারস্টাইল নজর কেড়েছে নেটিজেনদের। মাথার এক অংশের চুল ছাঁটা, অন্য অংশে হালকা লম্বা রাখা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওড়ার জন্য পাখার প্রয়োজন নেই। আমার অসজ্জিত মাথাই যথেষ্ট।’
স্বস্তিকার এক ভক্ত তাঁর নতুন লুককে স্বাগত জানালেও বলেছেন, “তাঁকে খুব বাজে দেখাচ্ছে”। আর এর কারণ হিসেবে তিনি বলেছেন, “মেকআপ বা ফিল্টারের অভাব হয়তো।” ভক্তের মন্তব্য, “তোমার হেয়ারস্টাইল ভালো লাগল, কিন্তু তোমাকে খুব বাজে দেখাচ্ছে। আমি আসলে জানি না, এটা মেকআপ বা ফিল্টারের অভাব কি না।”
কীভাবে ভক্তের অস্বস্তি দূর করতে হয়, তা ভালোই জানা স্বস্তিকার। উত্তরে এ অভিনেত্রী বলেন, “এখানেই মন্দটা। বাজে দেখানোটাই উদযাপন করো।” এরপর বেশ কয়েকজন ভক্ত স্বস্তিকার প্রশংসা করেন। এই যেমন এক ভক্তের মন্তব্য, “আমি মনে করি, তুমি দেখতে সুন্দর, স্টাইলিশ, ইউনিক। তোমার নতুন লুকও ভালো লাগল।”
এবার তাঁকে বাংলা ছবি ‘তাসের ঘর’-এ দেখা যাবে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে এ ছবি।