দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা আবহের মধ্যেই নতুন সিনেমার ঘোষণা দিলেন ‘বাহুবলি’ খ্যাত তারকা প্রভাস। নতুন এই সিনেমাটি নির্মিত হবে ‘আদিপুরুষ’ নামে। টি-সিরিজের ব্যানারে এটি পরিচালনা করবেন ওম রাউত। প্রযোজনায় ভূষণ কুমার। প্রথমে হিন্দি ও তেলেগু ভাষায় শুট হবে ‘আদিপুরুষ’র। পরে তামিল, মালায়ালাম, কন্নড়সহ একাধিক বিদেশি ভাষায় এটি ডাবিং করার পর মুক্তি দেওয়া হবে।


নতুন এ সিনেমা প্রসঙ্গে প্রভাস বলেন, “এ সিনেমার প্রত্যেকটা চরিত্রই খুব চ্যালেঞ্জিং। সিনেমার প্রেক্ষাপট ভারতীয় সংস্কৃতির জনপ্রিয় একটি অধ্যায়। আর এ ধরনের চরিত্রে কাজ করতে আমার ভালো লাগে। আমি আশাবাদি, আমাদের দেশের যুব সমাজ সিনেমাটি দারুণভাবে গ্রহণ করবে।”
অন্যদিকে ওম রাউত বলেন, “ভূষণদার প্রতি কৃতজ্ঞতা, কোনো শর্ত ছাড়াই তিনি আমার এই স্বপ্নের প্রজেক্ট বাস্তবায়ন করতে সহযোগিতা করছেন।”
এর আগে ভূষণ কুমারের সঙ্গে ‘সাহো’ ও ‘রাধে শ্যাম’ সিনেমায় কাজ করেছেন প্রভাস। ‘আদিপুরুষ’ এই জুটির তৃতীয় সিনেমা। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে।