দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্রথম মন্তব্যই ছিল “এটা আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে সুশান্তকে”, অভিনেতার মৃত্যুর দিনই প্রকাশ্যে এমন কথা বলেন কঙ্কনা রানাউত। এবার তার রেশ ধরেই ফের একবার বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর।
সম্প্রতি টিম কঙ্গনার তরফে দাবি করা হয়েছিল যে, ১৪ জুন সুশান্তের আত্মহত্যার আগের রাতে অভিনেতার বাড়ির পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের এক বড় নাম। আরেকটি টুইটে দাবি করা হয়েছে, বলিউডের সবাই তাঁর নাম জানলেও, কিছুতেই সেই নাম প্রকাশ্যে আনা হবে না। সেসবের রেশ ধরেই নতুন টুইটে বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা।


অভিনেত্রীর টুইটার হ্যান্ডেল লেখা, “সবাই তাঁর নাম জানে। করণ জোহরের প্রিয় বন্ধু এবং পৃথিবীর সেরা মুখ্যমন্ত্রীর সেরা ছেলে, ভালোবেসে তাঁকে সবাই ‘বেবি পেঙ্গুইন’ বলেন। এবার যদি বাড়িতে আমাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তাহলে জেনে রাখবেন যে, আমি আত্মহত্যা করিনি।”
সুশান্তের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও পোস্ট করে সরব হয়েছেন অভিনেত্রী। তাঁকে বলিউডের ‘আয়রন লেডি’ বললেও অত্যুক্তি হয় না! করণ জোহর, সলমন খান, মহেশ ভাট থেকে শুরু করে যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকেও রেয়াত করেন না কঙ্গনা। সুশান্তকে অবসাদের দিকে ঠেলে দেওয়ার জন্য প্রকাশ্যেই এঁদের দিকে নিশানা ছুঁড়েছেন অভিনেত্রী। বলিউডে কাজ করতে গিয়ে এই তারকাদের জন্য কীভাবে তাঁকেও হোঁচট খেতে হয়েছিল, সেসবও জানিয়েছেন সংশ্লিষ্ট ভিডিওগুলোয়। এবার সেই টুইটার হ্যান্ডেল থেকেই আবারও বিস্ফোরক মন্তব্য করলেন।