দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিগবসের ১৪ নম্বর সিজন শুরু হওয়ার কথা চলছে। করোনার জন্য এই শো এখনও চালু করা যায়নি। চলছিল অনেক জল্পনা। এই শোতে কারা থাকছেন এবার তাও কিছু জানা যাচ্ছিল না। তবে টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইংগেটের কাছে বিগবস-১৪ থেকে অফার যায়। তাঁকে এই শোয়ের জন্য সিলেক্ট করা হয়। তিন কোটি টাকা অফারও করা হয়। কিন্তু জেনিফার এই প্রস্তাবে রাজি হননি। তিনি প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে না করে দেন।


তিনি জানান, “আমি কোনও ভাবেই বিগবসে অংশ নিতে চাই না। তাই কোটি টাকা দিয়েও কোনও লাভ নেই।” জেনিফারের টিভি সিরিয়াল, ‘বেহত ২’ বেশ জনপ্রিয় হয়। এই সিরিয়ালের জনপ্রিয়তার জন্যই বেছে নেওয়া হয়েছিল জেনিফারকে। কিন্তু তিনি এই অফারে রাজি নন। অন্যদিকে, জেনিফার কেন সলমন খানের শোতে যেতে চান না, সে বিষয়ে মুখ খোলেননি তিনি।
‘বেহদ ২’-এর নায়ক শিভিন নারাঙের কাছেও প্রস্তাব যায়। সূত্রের খবর শিভিন এই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন। আপাতত বিগবস ১৪-র এই দুই প্রতিযোগির নাম সামনে এসেছে। তবে বিগবস ১৪ শ্যুটিং করতে হলে এবছর মানতে হবে অনেক সতর্কতা। ফলে আয়োজনও থাকবে একেবারে অন্যরকম।