দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বরাবরই স্পষ্টভাবে নিজের মত প্রকাশ করতে দ্বিধা বোধ করেননা কঙ্গনা। বিতর্ক তার জীবনের অঙ্গ। এবার নেতাজির প্রাপ্য সম্মান নিয়ে প্রতিবাদের ঝড় তুললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।


১৮ই আগস্ট তাইওয়ানের তাইহোকুতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর। তবে প্রত্যক্ষ প্রমাণ আজও মেলেনি যে সেদিন দুর্ঘটনায় প্রাণ হারিয়ে ছিলেন নেতাজি।
নেতাজি সম্পর্কে বলেন “সাভারকর, লক্ষ্মীবাঈ, বাহাদুর শাহ জাফরের প্রমুখ মহানদের মতো নেতাজিও তার প্রাপ্য পায়নি। ব্রিটিশদের সাথে জনসংযোগকারি কিছু মানুষ তার বিরুদ্ধে ক্যাম্পেইন চালায়। অনেকেই বলে আমরা খড়গ ও ঢাল ছড়ায় স্বাধীনতা লাভ করেছি। কিন্তু স্বাধীনতার জন্য রক্ত লাগে আর সেই রক্ত দিয়েছিলেন আমদের নেতাজি।” এই একটি ট্যুইটে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। এখানের থেমে থাকেননি আরও একটি ট্যুইট করেন তিনি।
লেখেন “আমি বামপন্থীদের চিন্তাধারা বুঝি কিন্তু সেগুলো আমার ওপর কাজ করেনা। আমি সবসময় নিজের মতাদর্শে চলি এবং আমার অভিজ্ঞতা এটাই শিখিয়েছে কেও কোনো জিনিস ভিক্ষা হিসেবে দেয়না সমস্তটাই ছিনিয়ে নিতে হয়।”