দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অতিমারির প্রকোপে দেশের প্রত্যেক ক্ষেত্রেই এসেছে ব্যাপক বদল। টেলিভিশন ইন্ডাস্ট্রিও ব্যতিক্রম নয়। করোনার দ্বিতীয় ঢেউয়ের লকডাউন শুরুর আগে বেশ কিছু ধারাবাহিক আগেভাগে কয়েকটি এপিসোড ব্যঙ্ক করে রেখেছিল। কিন্তু সেসমস্ত এপিসোড ক্রমেই শেষ হয়ে আসছে। তাই বহু ধারাবাহিকই বাড়ি থেকে শ্যুটিং চালাচ্ছে। কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমতিপত্র দেয় নি ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের ফেডারেশন। এ প্রসঙ্গে সম্প্রতি সাংবাদিক বৈঠক হয়। যেখানে সংগঠনের সহ-যুগ্ম সম্পাদক দিগন্ত বাগচী জানান, বিধি-নিষেধ মেনে অভিনেতাদের বাড়ি থেকে শ্যুটিংয়ে ফোরামের কোনও আপত্তি নেই। কিন্তু অন্যদিকে ফেডারেশন এই বিষয়ে আপত্তি জানিয়েছে সরাসরি।
এদিন সাংবাদিক বৈঠকে দিগন্ত বাগচী যুক্তি দেন যে মুখ্যমন্ত্রী কখনই বাড়ি থেকে কাজ করাতে নিষেধাজ্ঞা জারি করেন নি। তাই ‘শ্যুট ফ্রম হোম’ এ কোনো বাধা নেই। কিন্তু এর বিপক্ষে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তাঁর কথায়, “ফেডারেশন কখনই বাড়ি থেকে শ্যুটিং করার অনুমতি দেবে না। অভিনেতা, পরিচালক, প্রযোজকদের পাশাপাশি রূপসজ্জা শিল্পী, খাবার সরবরাহকারি, অন্যান্য কর্মী থেকে জুনিয়র আর্টিস্টদের কথাও চিন্তা করে সংগঠন। ‘শ্যুট ফ্রম হোম’ হলে এঁরা বঞ্চিত হবেন।”
সম্প্রতি বাড়ি থেকে শ্যুটিংয়ের জন্য বিপাকে পড়ে বেশ কিছু ধারাবাহিক। FCTWEI (ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কারস অফ ইস্টার্ন ইন্ডিয়া) -র তরফ থেকে কড়া চিঠি পাঠানো হয় ঐ সমস্ত ধারাবাহিকগুলিকে।