33 C
Kolkata
Sunday, September 25, 2022
More

  আমিরকে কটাক্ষ বিজেপি সাংসদের

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ে অংশ নিতে বর্তমানে তুরস্কে রয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। সেখানে গিয়ে কাজের ফাঁকে দেশটির ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর থেকেই অভিনেতাকে নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে অন্তর্জালে। সমালোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যেও। এবার আমিরের তুরস্ক সফর নিয়ে তাকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

  সম্প্রতি এক টুইট বার্তায় সুব্রহ্মণ্যম জানিয়েছেন, “ভারতবিরোধী তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আমির দেখা করতে যাওয়ার সময় দূতাবাসের লোক নিয়ে যেতে পারতেন!” তিনি এও বলেন, “কেন্দ্রীয় সরকারের কোভিড নির্দেশিকা অনুযায়ী তুরস্কে থেকে ফিরে আমিরকে সরকারি হোস্টেলেই কোয়ারেন্টিনে থাকতে হবে।”

  এখানেই অবশ্য তাকে নিয়ে বিজেপি সাংসদের কটুক্তি শেষ হয়নি। তার কথায়, “সুশান্তের মৃত্যু প্রসঙ্গে যখন তিন মৌনব্রত ‘খান মাসকিটরসর’দের তালিকায় আপনার নাম রেখেছিলাম, তা হয়তো বিন্দুমাত্র ভুল হয়নি আমার” বলেও কটাক্ষ করেন।

  এদিকে আমির খানের আগামী সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বয়কটের দাবিও তুলেছেন নেটিজেনদের একাংশ। তাদের কথায়, “যে দেশের প্রেসিডেন্ট ভারত বিরোধী মন্তব্য করেন, পাকিস্তানের সমর্থনে কাশ্মীর ইস্যুতে সুর চড়ান। সেই দেশের ফার্স্ট লেডির সঙ্গেই কিনা খোশ মেজাজে আড্ডা দিচ্ছেন আমির খান।” পাশাপাশি অভিনেতার দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। তার রেশ ধরেই আমির খানের ইসলাম ধর্মাচরণ নিয়ে গতকাল নজর বিহীন কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাউত।

  যদিও এসব নিয়ে বিশেষ কোনো মাথা ব্যাথা নেই আমির খানের। আর সেকারণেই কটুক্তির কোনো জবাব দেননি তিনি। অভিনেতা বরাবরই বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন, যার প্রমাণ আরও একবার দিলেন আমির।

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  পেলে ম্যাচের ৪৫ বছর বর্ষ পূর্তি প্রসূনের উদ্যোগে বিশেষ আড্ডা

  দ্য ক্যালকাটা মিরর : ফুটবল সম্রাট কিংবদন্তি পেলের বিরুদ্ধে খেলে, ৪৫ বছর আগে এক বৃষ্টিভেজা বিকেলে ইডেন উদ্যানে...

  শেষ বার লর্ডসে টস করলেন প্রাক্তন অধিনায়ক ঝুলন

  টস করলেন প্রাক্তন অধিনায়ক ঝুলনলর্ডসে থামল চাকদা এক্সপ্রেস, ঝুল-‌দির বিদায়ে চোখে জল হরমনপ্রীতদের দ্য ক্যালকাটা মিরর : ছেলেদের এবং...

  সমবেত গীতা পাঠ , মন্ত্রমুগ্ধ বিশ্ব

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সমবেত গীতা পাঠে বিশ্ব রেকর্ড। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট সংস্কৃত উচ্চারণে একসঙ্গে গীতাপাঠ করল...

  চোখে জল, মুখে হাসি! বিদায়বেলায় ফেডেরারই ‘রাজা’

  দ্য ক্যালকাটা মিরর : ফেডেরারকে ঘিরে আবেগের বিস্ফোরণ ঘটল লেভার কাপে। নাদাল, জোকোভিচদের কাঁধে চড়ে বিদায় নিলেন ফেডেরার।...

  বার্লিন ম্যারাথনে নামছেন কাকা

  বার্লিন ম্যারাথনে নামছেন কাকাব্রাজিল ফুটবল তারকা কাকার বাবাও হাঁটবেন ম্যারাথনে দ্য ক্যালকাটা মিরর : বার্লিন ম্যারাথনে দেখা যাবে কাকার...