দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সম্প্রতি বলিউড নির্মাতা ওম রাউত তার আগামী সিনেমার নাম ঘোষণা করেছেন। এর নাম ‘আদিপুরুষ’। এতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দক্ষিনী সুপারস্টার প্রভাসকে। আর সিনেমাতে ভিলেন চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।
বিষয়টি সম্পর্কে ওম রাউত জানিয়েছেন, “হ্যাঁ, সাইফ এই সিনেমাতে থাকছেন। ‘তানহাজি’তে সাইফের দুর্দান্ত অভিনয়ের জন্যই তাকে আবারও নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” এই সিনেমাতে সাইফের চরিত্র সম্পর্কে বলেন, ” প্রভাসের বিপরীতে একটি শক্তিশালী চরিত্রের প্রয়োজন ছিল। তাই ‘আদিপুরুষে’ সাইফকে নেওয়া হচ্ছে।”
জানা গেছে, খুব শিগগিরই সাইফ আলীর চুক্তিবদ্ধ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সব ঠিক থাকলে ২০২১ সালের মাঝামাঝি সময়ে সিনেমার শুটিং শুরু হবে। আর ২০২২ সালের শুরুতে বিগ বাজেটের এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
প্রাথমিক পর্যায়ে সিনেমাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। থ্রি-ডি অ্যাকশনে ভরপুর সিনেমাটি প্রযোজনা করছেন ভূষণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার এবং রাজেশ নায়ের। ইতোমধ্যে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে।