দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পরিবার পরিকল্পনার বিষয়টা ঈশ্বরের হাতেই ছেড়ে দিতে চান বলিউডের ‘হট কপল’ বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার । মা হতে গেলে যে শুধু সন্তানের জন্ম দিতে হবে তেমনটা বিশ্বাস করেন না বিপাশা।
অভিনেত্রী জানিয়েছেন, “ঈশ্বর আমাদের যে পথে চালিত করতে চান, আমরা তেমন ভাবেই চলবো। যদি আমাদের কোনো সন্তান নাও হয় , সেক্ষেত্রে আমরা দত্তক নেবো। আমাদের দেশে শিশুর অভাব নেই। ভারতে এমন অসংখ্য শৈশব বেড়ে উঠছে যাদের জীবন যাপনের ন্যূনতম সুযোগ সুবিধাটুকুও নেই। তাদেরকে দেখাশোনা করাও আমাদের কর্তব্যের মধ্যেই পরে। কাজেই ভবিষ্যতের কথা এখনই ভাবছিনা।”
করণকে প্রশ্ন করা হলে তিনিও বিপাশাকে সমর্থন করে জানান ,”ঈশ্বরের সিদ্ধান্তে কারুর হাত নেই। আমরা আজকাল সহজেই ভুলে যাই যে এই পৃথিবীতে আমাদের প্রত্যেকের কিছু নির্দিষ্ট কর্তব্য আছে যেগুলি সবার আগে পালন করা উচিৎ।”
২০১৫ সালের পর সদ্যই এই পতি-পত্নীর জুটিকে দেখা গিয়েছে এমএক্স প্লেয়ারের অরিজিন্যাল ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস ‘-এ। বিক্রম ভাটের লেখা ক্রাইম থ্রিলার ডেঞ্জারাসের সঙ্গে পাঁচ বছর পর অভিনয়ের দুনিয়ায় ফিরলেন বিপাশা।
টানা পাঁচ বছর স্ক্রিনে না আসার কারণকে কেন্দ্র করে বিপাশা জানিয়েছেন, “আমি বুঝতেই পারিনি কখন দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গিয়েছে। এই সময়টা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি ১৫ বছর বয়স থেকে মডেলিং করছি। অভিনয় শুরু করি ১৯ বছর বয়সে। এতদিন টানা কাজের পরে এই সময়টা আমি আমার স্বামী, আমার বাবা মা এবং আমার বোনের সাথে কাটিয়েছি । তাছাড়া অনেক দিন পরে আমি নিজের জন্য অনেকটা সময় পেয়েছি। তাছাড়া খুব সঠিক সময় এই ছবির অফার আমার কাছে আসে। কারণ দীর্ঘ অবসর যাপনের পরে আমি আবার ইন্ডাস্ট্রিতে চেনা অভিনয় জগতে ফিরতে চাইছিলাম।”