দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউডের হার্টথ্রব অভিনেতা হৃতিক রোশন। সিনেপর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের মন কারা অভিনয় ও সাথে টানটান উত্তেজনা। অ্যাকশন ও রোমান্সেও বেশ পটু তিনি। আর তাই অভিনেতার নতুন সিনেমার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন সিনেপ্রেমীরা।


গত কয়েকদিন ধরে বলিউডের বাতাসে এমন গুঞ্জন রটেছে যে বলিউডের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাতে ফের অভিনয় করবেন হৃতিক রোশন। এমনকি নতুন সিনেমার ব্যাপারে নাকি তাদের মধ্যে প্রাথমিক আলোচনাও হয়েছে। যদিও বিষয়টি নিয়ে কোনো তরফ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
জানা গিয়েছে, বাস্তব জীবনের অবলম্বনে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছে যশরাজ ফিল্মস। এর চিত্রনাট্য শোনার পর পছন্দও হয়েছে হৃতিকের। শুধু তাই নয়, এর আগে এমন চরিত্রে কখনও দেখাও যায়নি তাকে। তাই সিনেমাটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন অভিনেতা।
এদিকে আগামী ২৭ সেপ্টেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী। আর সেদিনই একাধিক মেগা প্রজেক্টের ঘোষণা দিতে যাচ্ছে সংস্থাটি। তার মধ্যে হৃতিকের সিনেমাটিও রয়েছে। শোনা যাচ্ছে, হৃতিককে নিয়ে খুব শিগগিরই বিগ বাজেটের এই সিনেমাটির আনুষ্ঠানিক আসবে। থ্রিলার ঘরানোর চলচ্চিত্রটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মালহোত্রা।