দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এই মুহূর্তে টলিউড বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান অভিনেতাদের মধ্যে একজন হলেন অনির্বাণ ভট্টাচার্য। একসময় নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন নাটকের মঞ্চ থেকে। তারপর একের পর এক বাংলা ছবিতে অভিনয় করে দর্শকদের মনজয় করতে সক্ষম হয়েছে এই অভিনেতা। সেই কারণেই বর্তমানে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তাকেও ধরা হয়।
কিন্তু এবার নতুন জল্পনা তৈরি হয়েছে তাকে নিয়ে। সম্প্রতি টলিউডে গুঞ্জন ছড়িয়েছে, এবার অনির্বাণ পা রাখতে চলেছেন বলিউডে। যদিও এই নিয়ে এখনই খোলাসা করে কিছু বলতে চাননি অনির্বাণ। তবে আশ্চর্য হওয়ার কিছু কিছু নেই টলিউডের এই ভার্সেটাইল অভিনেতার পক্ষে টলিউডে পা রাখা অসম্ভব নয়।
শোনা যাচ্ছে, বলিউডের আপকামিং হিন্দি ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে রাণী মুখার্জীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। এবছরের মার্চ মাসে নিজের জন্মদিনের দিন সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে আগামী ফিল্ম ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র ঘোষণা করেছিলেন রাণী। একজন মায়ের সাথে সমগ্ৰ দেশের লড়াইকে ঘিরে তৈরি এই ছবি রাণী মুখার্জীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে।