দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মানসিক স্বাস্থ্য নিয়ে বহুদিন ধরেই কাজ করে আসছেন বলিউডের প্রথম তালিকার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এমনকি তিনি নিজেও যে ডিপ্রেশনে ভুগছিলেন, সেকথা প্রকাশ্যে একাধিকবার জানিয়েছেন অভিনেত্রী। মানসিক স্বাস্থ্য সম্পর্কিত তার একটি এনজিও কোম্পানিও রয়েছে। যার নাম ‘দ্য লিভ লাভ লিফ ফাউন্ডেশন’।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ডিপ্রেশন ও মানসিক অবসাদ নিয়ে একগুচ্ছ আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে বলিউডের অনেক তারকা কথাও বলেছেন। সেই ধারাবাহিকতায় ভক্তদের জন্য ‘রিপিট আফটার মি’ ক্যাম্পেইন শুরু করেছিলেন দীপিকা।
সেসময় দীপিকার ক্যাম্পেইনের প্রশংসা করেছিলেন অনেকেই। কিন্তু এতদিন পরে বিষয়টি নিয়ে দীপিকাকে কটাক্ষ করলেন কঙ্গনা রানাউত। এক টুইট বার্তায় কঙ্গনা লেখন, “রিপিট আফটার মি অর্থাৎ আমার সঙ্গে বলো, ডিপ্রেশন নিয়ে যারা ধান্দা চালায়। জনতা আজ তাদের ক্ষমতা দেখিয়ে দিলো।” যদিও এ বিষয়ে দীপিকাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
এবারই প্রথম নয়, এর আগেও দীপিকা পাড়ুকোনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন কঙ্গনা। তবে বরাবরের মতোই কোনো মন্তব্য করেননি দীপিকা পাড়ুকোন।