দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত কয়েকদিন আগেই ভক্তদের খুশির খবর শুনিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। এমন খবরে দারুণ খুশি নায়িকার পরিবার ও টিনসেল টাউনের সহকর্মীরা। পাশাপাশি স্বস্তির হাওয়া বইছে ভক্তদের মনেও। তবে দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন বলে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হলেন কারিনা।


দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান জন্মের পর থেকেই বেশ জনপ্রিয়। তার একটি ছবি পাওয়ার জন্য পাপারাজ্জিদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কিন্তু কারিনা আবারও মা হতে চলেছেন। ফলে তৈমুরের জনপ্রিয়তায় ভাটা পড়বে, এমনটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা।
এরই মধ্যে আবার ‘বাধাই হো’ সিনেমার জনপ্রিয় অভিনেতা গজরাজ রাও ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন সুপার ভাইরাল। ফলে তুমুল ট্রোল্ড হচ্ছেন কারিনা-সাইফ।
মূলত ‘বাধাই হো’ সিনেমাতে দেখানো হয়েছে, ১৫০ বছর বয়সী মহিলা দুই সন্তানের মা হওয়া সত্ত্বেও তিনি আবারও সন্তান জন্ম দিতে চলেছেন। সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন নীনা গুপ্তা আর বাবার ভূমিকায় গজরাজ রাও। আর ভাইরাল হওয়া ভিডিওতে গজরাজ রাওকে সাইফ আলী, নীনা গুপ্তাকে কারিনা কাপুর, আয়ুষ্মান খুরানাকে ইব্রাহিম এবং জাকিরকে তৈমুরের সঙ্গে তুলনা করা হয়েছে।