

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ‘জিরো’র পরে নতুন আর কোনো সিনেমাতে দেখা যায়নি বলিউড বাদশা শাহরুখ খানকে। বহুদিনের অপেক্ষায় ভক্তরা। তবে এবার আশার বানী শোনালো যশরাজ ফিল্মস। জানা গেছে, তাদের আগামী সিনেমা ‘পাঠান’ দিয়ে কামব্যাক করছেন শাহরুখ। আর তার সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন।
এবার জানা গেলো, বাদশার কামব্যাক সিনেমা ‘পাঠান’-এ অভিনয় করবেন জন আব্রাহাম। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। তবে চরিত্রের বিষয়ে বেশ গোপনীয়তা রক্ষা করতে চাইছে প্রযোজনা সংস্থাটি।
জানা গিয়েছে, বিগ বাজেটের ‘পাঠান’ অ্যাকশনে ভরপুর হবে। আর সিনেমাতে শাহরুখের সঙ্গে ফাইট করতে দেখা যাবে জনকে। বলা যায়, ভিলেন চরিত্রের কথা ভেবেই তাকে এই সিনেমাতে নেওয়া হচ্ছে। শাহরুখ-দীপিকা জুটির সঙ্গে জন আব্রাহামকে পেয়ে বাড়তি পাওনা মনে করছেন সিনেপ্রেমীরা।
আগামী ২৭ সেপ্টেম্বর বলিউডের স্বনামধন্য প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই উপলক্ষে এক মেগা প্রজেক্টের ঘোষণা দিতে যাচ্ছে সংস্থাটি। এ তালিকায় শাহরুখ খান, সালমান খান ও অক্ষয় কুমারদের নামের সঙ্গে এবার সে তালিকায় যুক্ত হলো জন আব্রাহামের নামও।