দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: একসময় কলকাতা ময়দানে চুটিয়ে ফুটবল খেলেছেন। যার মধ্যে ১৯৮৫ থেকে ১৯৯৬, টানা ১২ বছর প্রথম ডিভিশনে। ইস্টবেঙ্গল, মোহনবাগানের গোলরক্ষাও করেছেন ভুবন চ্যাটার্জি। খেলা ছাড়ার পর তিনি আসেন গানের জগতে। বিশেষ করে খেলা ও খেলোয়াড়দের নিয়ে একের পর এক গান লেখেন। গীতিকার, সুরকার, গায়ক তিন ভূমিকাতেই তিনি। পাশে পেয়ে যান স্ত্রী কাকলি চ্যাটার্জিকেও। এখন পর্যন্ত ভুবনের ৩০টি গানের অ্যালবামের মধ্যে ১৮টি খেলা ও খেলোয়াড়দের নিয়ে। এর বাইরে ভুবনের গানের আরও বিষয় রয়েছে। যেমন রক্তদানের প্রয়োজনীয়তা, সামাজিক নানান কাজ, থিম সঙ। রবীন্দ্র সঙ্গীতের অ্যালবামও আছে চারটি। ভুবনের গানের জগতে ভারতের বাইরের খেলোয়াড়রা জায়গা পেলেও পুরোপুরি বিদেশি কিংবদন্তিদের নিয়ে কোনও অ্যালবাম এতদিন ছিল না। এবার আসছে পুরোপুরি বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে ভুবনের গানের অ্যালবাম।
কয়েকদিন আগে বাংলাদেশের ‘রেডিও ভুমি’র অনুষ্ঠান ‘খেলায় খেলা’-তে ওপার বাংলার মোট ৯ জন বিশিষ্ট খেলোয়াড়কে নিয়ে গানের অনুষ্ঠান করেন ভুবন। সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী কাকলি। ওই ৯ জন খেলোয়াড় হলেন ক্রিকেটার মাশরাফি, সাকিব, ইকবাল, মুশফিকুর ও রিয়াদ, ফুটবলার শেখ মহম্মদ আসলাম, অ্যাথলিট শিরিন আক্তার, টেবিল টেনিস তারকা জবেড়া রহমান লিনু এবং দাবা খেলোয়াড় রানী হামিদ।
ওই ৯ জনের সঙ্গে আরও ২ জন, ব্যাডমিন্টনের কামরুন নাহার ডানা ও গলফের সিদ্দিকুর রহমানকে নিয়ে গান যোগ করে অ্যালবাম বের হবে। ভুবন বললেন, ‘আমি যখন আমাদের দেশের কিংবদন্তি খেলোয়াড়দের নিয়ে গান গাইছি, তখন বাংলাদেশের ক্রীড়াপ্রেমী মানুষের কাছ থেকে বারবার অনুরোধ এসেছে। ওঁরা ওপার বাংলার কিংবদন্তি খেলোয়াড়দের নিয়ে গান, অ্যালবামের কথা বলেছেন। বাংলাদেশের অ্যাথলিট ১০ বারের জাতীয় চ্যাম্পিয়ন শিরিন আক্তার নিজেই মেসেজ করে বলেন, ওঁকে নিয়ে একটি গান লিখতে। ওই সব অনুরোধ থেকেই বাংলাদেশের ক্রীড়া তারকাদের গিয়ে গানের, অ্যালবামের ভাবনা।’
ভুবন জানান, করোনা-লকডাউন সমস্যা মিটে গেলেই অ্যালবামের কাজ শুরু করে দেবেন।
বাংলাদেশের বিশিষ্ট খেলোয়াড়দের নিয়ে ভুবনের গান

