দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকে মুম্বাইয়ের বাড়িতে রয়েছেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে নিজেদের বাড়িতেই শুটিং করতে দেখা গেছে দম্পতিকে। হাতে পপ কর্ণ নিয়ে সোফায় টেক দিচ্ছেন ছোট নবাব। আর পাশে বসে মেকআপ নিচ্ছেন অভিনেত্রী।
সাইফ-কারিনার এই ভিডিওতে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাদের অনুরাগীরা। একজন লিখেছেন, বর্তমান সময়ের জনপ্রিয় দম্পতি। আপনাদের জন্য শুভ কামনা। আবার কেউ কেউ তাদের সমালোচনা করতেও ভোলেননি।
গত কয়েকদিন আগেই ভক্তদের সঙ্গে খুশির সংবাদ ভাগ করে নিয়েছিলেন তারা। তারা জানিয়েছে, দ্বিতীয় সন্তানের আশায় রয়েছেন তারা। এরপর থেকে টিনসেল টাউনের তারকারা শুভেচ্ছা বার্তা জানাতে শুরু করেন এই দম্পতিকে।
প্রসঙ্গত, সাইফকে সবশেষ দেখা গিয়েছে ওম রাউতের ‘তানহাজি’ সিনেমাতে। সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিলো। এছাড়া একই নির্মাতার ‘আদিপুরুষ’-এ অভিনয় করবেন সাইফ। অন্যদিকে আমির খানের আগামী সিনেমা ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত রয়েছেন কারিনা কাপুর।