দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ‘ধড়ক’ সিনেমা দিয়ে ২০১৮ সালে বলিউড যাত্রা শুরু করেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। নায়িকার অভিষেক সিনেমা নিয়ে তো বটেই, তার অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। শুধু তাই নয়, সিনেদুনিয়াতে আসার আগের ঘটনা নিয়েও সমালোচনার মুখে পড়েছেন বহুবার। অবশেষে সেসব সমালোচনার কড়া জবাব দিলেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন,” ‘ধড়ক’ সিনেমা মুক্তির পর থেকেই তাকে কথা শুনতে হয়েছে। সেসময় এমন মন্তব্য এসেছিল ‘ভালো হয়েছে এসব দেখার জন্য তোমার মা বেঁচে নেই’। কিন্তু বিষয়টি নিয়ে নিজেকে কষ্ট পেতে দিইনি। বরং সমালোচনাগুলোকে নিজেকে পরিস্ফুটিত করে তোলার কাজে লাগিয়েছি। আমি মনে করি সবকিছুই ঠিক আছে এবং নিজেকে আরও পরিপূর্ণ করে তোলার চেষ্টা করবো।”
গত কয়েকদিন আগেই স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জাহ্নবী অভিনীত সিনেমা ‘গুঞ্জন সাক্সেনা’। সিনেমাটি নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হলেও চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন নায়িকা। বিষয়টি সম্পর্কে তিনি জানান, “সিনেমার কয়েকটি রিভিউ পড়ে তার চোখে জল এসে গিয়েছিল। দর্শকদের প্রশংসাই তার কাছে সব থেকে বড় পুরস্কার।”
জাহ্নবীর কথায়, “মা (শ্রদেবী) বেঁচে থাকলে সকলকে পজিটিভ রিভিউই দিতেন। কিন্তু তার অনুপস্থিতিতে সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বাবা (বনি কাপুর)। দর্শকরা আমাদের ভালোবাসেন বলেই তারা সমালোচনা করেন। আমরা ভালো অভিনয় করলে তারা মনে তৃপ্তি পাবে, অন্যথায় নয়।”
তবে ক্যারিয়ারের শুরু থেকেই যেভাবে তিনি সমালোচিত হচ্ছেন, তাতে আগামীতে কি অপেক্ষা করছে এখন সেটিই দেখার বিষয়।