দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউডের কুইন ভালোভাবেই জানেন কিভাবে নিজেকে লাইমলাইটে রাখতে হয়। বিভিন্ন সময়ে নানা কারণেই খবরের শিরোনামে উঠে আসেন তিনি। সেটি বিতর্কিত মন্তব্য করেই হোক কিংবা কারো সমালোচনা করে। এবার জাত নিয়ে মন্তব্য করে বিপাকে পড়লেন অভিনেত্রী।
ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে কঙ্গনাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেন আরও বেশি বিতর্কের সমার্থক হয়ে উঠছেন তিনি। সম্প্রতি ইজাবেল উইলকারসনের লেখা ‘কাস্ট: দ্য অরিজিনস অফ আওয়ার ডিসকনটেন্টস’ বইটি নিয়ে মন্তব্য করে রোষের মুখে পড়লেন কঙ্কনা।
এই বইটি প্রসঙ্গে নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, “আধুনিক যুগের ভারতীয়রা জাতপাতকে প্রত্যাখ্যান করেছেন। এটা এখন আইনের বহির্ভূত বিষয় শুধু গুটি কয়েকজনের লাভের জন্য, যা ইতোমধ্যে ছোট শহরের মানুষেরা জেনে গিয়েছে। শুধুমাত্র আমাদের সংবিধানেই কোটা ব্যবস্থা রয়েছে। চলুন বিষয়টি নিয়ে কথা বলা যাক। মত গড়ে তোলা যাক।”
কঙ্গনার এই বিতর্কিত টুইটে খানিকটা নড়েচড়ে বসেছেন নেটিজনরা। ইতিমধ্যে নায়িকাকে বয়কটের দাবিতে সোচ্চারও হয়েছেন তারা। একজন লিখেছেন, “অর্ধেক শিক্ষা যেন অশিক্ষার থেকেও ভয়ঙ্কর।”তবে ট্রোলের মুখে পড়ে চুপ থাকার পাত্রী নন কঙ্গনা রানাউত।
ট্রোলারদের দিয়েছেন মোক্ষম জবাবও। পাল্টা এক টুইটে অভিনেত্রী লেখেন, “আমি জন্ম থেকেই একজন যোদ্ধা। আমার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। আমি চাপ নিতে সক্ষম। কিন্তু আমার বৃহত্তর পরিবারের অনেকেই হয়তো সেকথা জানেন না।”