দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউডে যেমন অসংখ্য সুখী দম্পতির উদাহরণ রয়েছে, তেমনই বিচ্ছেদের দৃষ্টান্তও নেহাত কম নয়। বলিউড তারকাদের সম্পর্ক-বিয়ে ও বিচ্ছেদ যেন খুব সহজ বিষয়। ঠিক সেরকমই নব্বই দশকের সইফ আলি খান ও অমৃতা সিং-এর জুটি চর্চার বিষয় ছিল।
১৯৯১ সালে মাত্র ২১ বছরের উঠতি অভিনেতা সাইফের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন ৩৩ বছর বয়সী জনপ্রিয় অভিনেত্রী অমৃতা সিং। নিজের থেকে বয়সে ১২ বছরের বড় অমৃতার সঙ্গে কিভাবে সম্পর্কে জড়ালেন সাইফ, সেই চিন্তায় রীতিমতো হতবাক হয়েছিল সিনেপ্রেমীরা। তবে বেশিদিন টেকেনি তাদের সম্পর্ক। ২০০৪ সালে তাদের সম্পর্কে বিচ্ছেদ আসে।
সম্প্রতি অমৃতার সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুলেছেন সইফ আলি খান। এক সাক্ষাৎকারে তিনি জানান, বিচ্ছেদের শেষের দিকে নিয়মিত অশান্তি লেগেই থাকতো। এমনকি রীতিমতো তাকে গালিগালাজ করতেন অমৃতা। অনেক সময় বাড়ি থেকে বের করে দেওয়া হতো তাকে। শুধু তাই নয়, সারা ও ইব্রাহিমের সঙ্গেও দেখা করতে দেওয়া হতো না। তারপর উভয়ই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
সইফ-অমৃতার বিচ্ছেদে মত রয়েছে তাদের মেয়ে সারারও। তার কথায়, “প্রতিদিন সংসারে অশান্তি হওয়ার চেয়ে বাবা-মার আলাদা থাকায় ভালো। বিচ্ছেদের পর বাবা-মা দুজনেই খুশি। যে যার জীবন নিজের মতো অতিবাহিত করছেন। আর তাদের ভালো হলে আমি নিজেও খুশি।”
অবশ্য অমৃতার সঙ্গে কাটানো মুহুর্ত ও অভিজ্ঞতা নিয়ে কখনওই আবেগতাড়িত হতে দেখা যায়নি সইফকে। বরং কারিনাকে বিয়ে করে ফের সংসার পেতেছেন তিনি। তাদের বর্তমান পুত্র সন্তান তৈমুর। আর গত কয়েকদিন তাদের দ্বিতীয় সন্তান আগমনের খুশির খবরও জানিয়েছেন সইফ-কারিনা।