দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সবসময়ের অন্যতম বিতর্কিত রিয়ালিটি শো বিগ বস। প্রতিবছর এই সময়ের অপেক্ষায় থাকে বিগ বস প্রেমীরা। ১৪ বছর ধরে মানুষের মনোরঞ্জন করে আসছে এই সেলেব্রিটি রিয়ালিটি শো। চলতি বছরে এর প্রোমো ইতিমধ্যে দর্শকের মনে উত্তেজনার জাগিয়ে তুলেছে। সেপ্টেম্বর থেকে টিভির পর্দায় আসার কথা ছিল এই বিগ বসের। কিন্তু এখন শোনা যাচ্ছে, এক মাস পিছিয়ে গিয়েছে শো-এর টেলিকাস্ট।
জানা গিয়েছে, ৪ অক্টোবর থেকে টিভির পর্দায় দেখা যাবে এই জনপ্রিয় রিয়ালিটি শো। মুম্বইয়ের ভারী বৃষ্টির কথা মাথায় রেখেই বিগ বসের সম্প্রচার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ ২০২০ সালের বিগ বসের থিম লকডাউনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে।
শো-এর সব বড় কাজ শেষ হয়ে গিয়েছে। তবে এবছর করোনা আবহের কারণে কিছু বাড়তি সতর্কতা নেওয়া হবে বিগ বসের সেটে। প্রথমেই ১৪ দিনের জন্যে প্রত্যেক প্রতিযোগীকে মুম্বই শহরের বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপর তাঁদের কোভিড পরীক্ষা করা হবে। পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই তাঁদের বিগ বস হাউসে ঢোকার অনুমতি দেওয়া হবে।
আর এসবের কারনেই বিগ বস শুরুর তারিখ পিছিয়ে গিয়েছে বলে অনুমান।
প্রতিবারের মতো এবারেও সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সলমান খানকে। এই নিয়ে পর পর ১১ বছর বিগ বসের হোস্ট হিসেবে দেখা যাবে ভাইজানকে। আনুমানিক সূত্র খবর শো টি রাত ১০ টায় টেলিভিশনের পর্দায় দেখা যাবে।