দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা আবহে আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে শুটিংয়ে ফিরছেন অনেক তারকাই। স্বাস্থ্যবিধি মেনেই চলছে শুটিং। আবার কেউ কেউ শুটিংয়ের জন্য দেশের বাইরেও পাড়ি দিয়েছেন। কাজে ফিরতে চাইছেন বলিউড অভিনেত্রী অনুস্কা শর্মাও। তবে নায়িকার কাছে এই মুহূর্তে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ।


অভিনেত্রীর ঝুলিতে একাধিক বিজ্ঞাপনের কাজ জমা পড়ে আছে। কিন্তু লকডাউনের জেরে সেসব কাজ বন্ধ। এছাড়া ঘরবন্দি সময়ে বেশকিছু নতুন সিনেমার প্রাথমিক আলাপ সেরেছেন তিনি। সেই সঙ্গে প্রযোজক হিসেবেও দারুণ সাফল্য পেয়েছেন অনুস্কা।
এই প্রসঙ্গে তিনি জানান, “সব কিছুর সঙ্গে খুব দ্রুতই মানিয়ে নিতে পারবে বলিউড। কেননা এখানকার অভিনেতা ও কলাকুশলীরা খুবই চটপটে। এটাও সত্যি যে, সেটের পরিবেশ বদলাবে। তবে সেটা আমাদের নিজেদের জন্যই মঙ্গলজনক। এই মহামারীর দিনে নিজেদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তবে এই মুহুর্তে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জের।”
তার কথায়, বিশ্বজুড়ে চলমান সঙ্কটের কারণে গত ছয় মাস খুব সতর্কতার সঙ্গে পা ফেলেছেন তিনি। এমনকি তার কাছে এই মুহুর্তে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ। কেননা ভবিষ্যৎ পরিকল্পনা করার আগে বর্তমান পরিস্থিতির কথা ভাবতে হচ্ছে তাকে।
নতুন জীবনের উপলব্ধির কথা জানিয়ে অনুস্কা বলেন, “গত তিন বছরে আমি নিজেকে নতুনভাবে চিনেছি। কিন্তু এটা ভাবতে চাই না যে, জীবনে কি কি পেয়েছি শুধুমাত্র সেটা দিয়েই আমার মূল্যায়ন সম্ভব। এখন ঠান্ডা মাথায় চিন্তা করে সামনের দিকে এগিয়ে যাওয়াটা আমার প্রধান লক্ষ্য।”