27 C
Kolkata
Tuesday, October 4, 2022
More

  দীপিকা পাড়ুকোনের ফেরার অপেক্ষা

  দীপিকা পাড়ুকোন

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দীর্ঘদিন ধরে শুটিং বন্ধ ছিল বলিউড ইন্ডাস্ট্রিতে। এতে অবসর সময় কাটাচ্ছিলেন সকল তারকাই। তবে এবার কাজে ফেরার পালা। তাই ধীরে ধীরে প্রস্তুতি নিতে শুরু করেছেন নির্মাতা। আর নিজেদের কাজের জায়গায় ফিরতে মুখিয়ে আছেন তারকারা। ফেরার অপেক্ষায় রয়েছেন বলিউডের প্রথম স্থানের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও।

  পরিচালক শকুন বাত্রার নতুন সিনেমার শুটিং আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা। নাম ঠিক হয়নি এখনও। সিনেমাটিতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পান্ডে। রোমান্টিক ধাঁচের এই সিনেমাটির শুটিং অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল। 

  এর আগে শোনা গিয়েছিলো, এই সিনেমাটির অধিকাংশ দৃশ্যের শুটিং শ্রীলঙ্কাতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই সেখানে পাড়ি দেবে সিনেমার পুরো টিম। কিন্তু এবার জানা গেল, বর্তমান পরিস্থিতির বিবেচনায় ঝুঁকি নিতে চাইছেন না নির্মাতা। তাই বিদেশের মাটিতে নয়, বরং গোয়াতে হবে শুটিং। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে টানা ২৫ দিনের জন্য মুম্বাই থেকে গোয়াতে যাবেন পুরো টিম।

  বিষয়টি সম্পর্কে এই সিনেমার প্রযোজক করণ জোহর জানিয়েছেন, “অবশেষে সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছি। আগামী মাসেই ২৫ দিনের শিশিউল নিয়ে গোয়াতে যাবো। সেখান থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবো। সব ধরনের নির্দেশনা মেনেই হবে সিনেমার শুটিং। তাই কিছুটা সময় লাগতে পারে।”

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  হিন্দু মহাসভার পুজোয় মহিষাসুর রূপে গান্ধীজী ! তুঙ্গে জোর বিতর্ক

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা-সহ সারা রাজ্য জুড়ে বিরাট ধুমধাম করে পালন করা হচ্ছে দুর্গাপুজো। অন্যদিকে দানা বেধেছে...

  বদলে যাচ্ছে ট্রেনের টাইমটেবিল

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ভারতে দু’কোটি ২৩ লক্ষ মানুষ প্রতি দিন ট্রেনে যাতায়াত করেন। কর্মস্থলে যাওয়ার জন্য লোকাল,...

  চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত , বৃষ্টিতে ভিজবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ওই ঘূর্ণাবর্তের প্রভাবে সপ্তমী থেকেই দক্ষিণবঙ্গে বাড়তে পারে...

  খাড়্গে বনাম থারুর , জমজমাট কংগ্রেস সভাপতি পদের লড়াই

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সরকারিভাবে কংগ্রেসের সভাপতি নির্বাচন হয়ে গেল দ্বিমুখী। ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী কে এন ত্রিপাঠির মনোনয়নপত্র...

  মুস্তাক আলি ট্রফিতে বাংলা দলে বিশ্বকাপজয়ী বোলার দলে নেই অভিজ্ঞ ব্যাটার মনোজ, অনুষ্টুপ

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ১১ অক্টোবর থেকে শুরু সৈয়দ মুস্তাক আলি ট্রফির দল ঘোষণা করল বাংলা। ক্রিকেটে...