দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এই জটিল রোগের চিকিৎসা নিতে মার্কিন দেশে পাড়ি দেবেন তিনি। সেখানে তার সঙ্গে যাবেন স্ত্রী মান্যতা দত্ত ও ছোট বোন প্রিয়া দত্ত।
জানা গিয়েছে, আমেরিকার মেমোরিয়াল সোলান কেরাটিং ক্যান্সার সেন্টারে হবে সঞ্জয় দত্তের ক্যান্সারের চিকিৎসা। তবে শুরুতে সেখানে যাওয়ার জন্য অনুমতিই পাচ্ছিলেন না তিনি। যদিও পরে প্রভাবশালী এক বন্ধুর শরণাপন্ন হয়ে আমেরিকার ভিসা হাতে পান। এমনকি খুব শিগগিরই পরিবার সহ সেখানে রওনা দেবেন অভিনেতা।
আমেরিকার ভিসা না পাওয়ার কারণ হিসেবে প্রথমে শোনা যায়, বর্তমান সঙ্কটের কারণে তাকে ভিসা দেওয়া হচ্ছে না। কিন্তু পরে জানা যায়, ১৯৯৩ সালে মুম্বাইয়ের সিরিজ বোমা হামলায় তার জড়ানোর জন্যই দেশটিতে যাওয়ার অনুমতি পাচ্ছিলেন না সঞ্জয়।
সঞ্জয় দত্তের মা অভিনেত্রী নার্গিস দত্ত। তিনিও মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য নার্গিসকে আমেরিকার মেমোরিয়াল সোলান কেরাটিং ক্যান্সার সেন্টারে ভর্তি করা হয়েছিলো। এবার একই হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন তাঁর পুত্র।
ক্যান্সারের চিকিৎসার জন্য মুন্নাভাই চলে আমেরিকা

