দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অবশেষে শুরু হলো চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর শুটিং। করোনার জেরে প্রায় ৬ মাস পরে বেঙ্গালুরুর ফিল্ম সিটিতে আবারও শুরু হলো এর শুটিং। বুধবার এমনটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী মালভিকা অভিনাশ।
নিজের মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে সিনেমার প্রধান চরিত্র যশের সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “কোভিড শেষে দীর্ঘ ছয় মাস পর শুটিংয়ে ফিরলাম। মনে হচ্ছে পুণর্জন্ম হলো।” পাশাপাশি ভক্তদের আকর্ষণ বাড়াতে অভিনেত্রী প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, ” কোন সিনেমা ভাবুনতো?”
মালভিকার ছবিটি প্রকাশ্যে আসতেই যশ ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। প্রিয় অভিনেতাকে দীর্ঘদিন পরে শুটিং সেটে দেখতে পেয়ে দারুন খুশি তারা। নেটিজেনরা জানিয়েছেন, তারা শুটিং শুরুর অপেক্ষায় ছিলেন।
নিমার্তা প্রশান্ত নীলের পরিচালনায় এই সিনেমাতে রকির চরিত্রে দক্ষিনী অভিনেতা যশ এবং আধিরার চরিত্রে সঞ্জয় দত্ত অভিনয় করবেন। অনস্ক্রিনে তাদের দু’জনকে ফাইট করতে দেখা যাবে। এছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মালভিকা অভিনাশ, প্রকাশ রাজ, শ্রীনিধি শেঠি প্রমুখ।