দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা রনদীপ হুদা। বুধবার সকালে মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন তিনি। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এই চিত্রতারকা।
বিষয়টি সম্পর্কে জানা গিয়েছে, অনেকদিন ধরেই শরীরে একটি বিশেষ ব্যথা অনুভব করছিলেন অভিনেতা। মঙ্গলবার রাতে সেই ব্যাথা বাড়ায়, পরদিন সকালে হাসপাতালে ভর্তি হন। ইতিমধ্যে তার অস্ত্রোপচার হয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সব রিপোর্ট হাতে পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে।
এদিন অভিনেতার কোভিড-১৯ টেস্ট করা হয়। কিন্তু সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। চলতি বছরেই সালমান খানের আগামী সিনেমা ‘রাধে’র শুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন রণদীপ হুদা। সেসময় তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি।
হাসপাতালে ভর্তি রনদীপ হুদা

