দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। বয়সের ভারে এখন কিছুটা থেমে থাকলেও, তার বিকল্প যেন ভাবাই যায় না। পর্দায় অভিনেতার উপস্থিতি মানেই ভক্তদের মধ্যে উত্তেজনা।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ অমিতাভ বচ্চন। করোনায় আক্রান্ত হওয়ার পরও হাসপাতালের বেড থেকেই বিগ বি চালিয়ে গেছেন নিজের অ্যাক্টিভিটি। যা দেখে খানিকটা অবাক হয়েছেন তার ভক্তরা সহ আরও অনেকেই।
৭৭ বছর বয়সী অমিতাভ সোশ্যাল মিডিয়াতে কি ফলোয়ার বাড়াতে এসব করেন? এমন প্রশ্ন উঠতেই, তিনি এই প্রশ্নের জবাব দিয়েছেন। বচ্চন বলেছেন, “লাইক কিংবা ভার্চুয়াল অনুরাগীদের জন্য আমি এসব করি না।”
তার জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও, বাকি তারকাদের মতো তাঁর ইন্সটাগ্রাম পোস্টে বেশি লাইক আসে না। যার কারণও ব্যাখ্যা করেছেন তিনি নিজেই। তার কথায়, “মাঝে মাঝে এটা মেনে নেওয়াই ভালো যে, ইন্সটাগ্রামে বলার মতো কিছুই থাকেনা। আর বড় তারকাদের মতো আমার পোস্টে ২০-৩০ লাখ লাইকও পড়বে না। খুব বেশি হলে ১-২ লাখ লাইক পেতে পারি। সেটাই বা কম কি, আর আমি অল্পতেই খুশি থাকতে চাই।”