দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউড অভিনেতা ইমরান হাশমি। ‘ব্লাড অফ বার্ড’ এর পর তাকে দেখা যাবে নতুন চলচ্চিত্রে। যার জন্য ভক্তরা বহুদিনের অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার অবসান ঘটলো এবার। একজন সাধারণ মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে নির্মাণ হতে চলেছে হাস্যরসাত্মক চলচ্চিত্র ‘সব ফার্স্ট ক্লাস’। আর তার পর্দায় আসা মানেই সবার মনে বেশ উত্তেজনা।
জানা গিয়েছে, রসিক ও সংবেদনশীল এক ভূমিকায় অভিনয় করবেন ইমরান হাশমি। ‘সব ফার্স্ট ক্লাস’ ছবিটি পরিচালনা করবেন বলবিন্দর সিং জানজুয়া। ইমরান বলেছেন, “ছবির চিত্রনাট্য খুবই হাস্যরসাত্মক। এমন ভূমিকায় আমি এর আগে অভিনয় করেননি। চিত্রনাট্য পড়ার পরই আমার ভালো লেগে যায়।”
‘সব ফার্স্ট ক্লাস’ ছাড়াও বেশ কিছু ছবি রয়েছে ইমরান হাশমির ঝুলিতে। তাঁকে আগামীতে সাইকোলজিক্যাল থ্রিলার ‘চেহরে’-তে দেখা যাবে। সঙ্গে রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। এ ছাড়া গ্যাংস্টার ড্রামা ‘মুম্বাই সাগা’-তে অভিনয় করেছেন তিনি। এতে ইমরান ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন জন আব্রাহাম, সুনীল শেঠি ও জ্যাকি শ্রফ।