দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশের বিষয়টা প্রকট হয়ে উঠেছে। মহিলাদের সঙ্গে যুক্তি বা তর্কে না গিয়ে যেভাবে তাদের আক্রমণ করা হয় বা অশ্লীল ভাষায় ট্রোল করা হয়, সেই প্রসঙ্গেই অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান এবার মুখ খুললেন।
এমন আক্রমণের শিকার তাকেও হতে হয়েছে। কখনও টিকটক ভিডিও করে অথবা কখনও পার্লামেন্টে ওয়েস্টার্ন পোশাক পরার জন্য ট্রোলিং এর শিকার হয়েছেন তিনি। এছাড়াও বিভিন্ন বিষয়েই সমালোচিত হতে হয়েছে তাকে। সোশ্যাল মিডিয়ায় মহিলাদের ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার প্রবণতা নিয়ে কড়া জবাব দিলেন সাংসদ নুসরাত জাহান।
তার কথায়, “ভার্চুয়াল ওয়ার্ল্ডে বলা হচ্ছে মানে বিষয়টা কিন্তু মিথ্যে নয়। দ্রুত নেগেটিভিটি ছড়িয়ে পড়ছে। অনলাইনে মহিলাদের হেনস্থা করার প্রবণতা ক্রমশ বাড়ছে। মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া বা তাদের উপর নীতি পুলিশ করা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যেকোনও বিষয়ে মহিলাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। রান্না করা হোক, কোনো পোশাক পরা নিয়ে, বা কোনো মতামত প্রকাশ করাকে কেন্দ্র করেও তাদেরকে আক্রমণ করা হচ্ছে।”
নুসরাত আরও বলছেন, “মানুষ অসুস্থ মস্তিষ্কের। আর তাই মহিলাদের অনলাইনে ধর্ষণের হুমকি দিচ্ছে। এগুলো প্রত্যেকটি নকল নাম ও আইডির অ্যাকাউন্ট থেকে করা হয়। অনলাইনে যেভাবে এইধরনের নেগেটিভিটি বাড়ছে তা নিয়ে আমি সত্যি চিন্তিত। যদিও আমি বিষয়গুলোকে সেভাবে পাত্তা দিই না। তবে বাস্তবে আমি স্টকার এবং প্রচন্ড পাগল ভক্তদের দেখেছি। তাই আমি জানি এদের সঙ্গে কেমন আচরণ করতে হয়। আমার মূল মন্ত্র হলো, নেগেটিভিটি কে এড়িয়ে চলা। আর এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের কড়া আইন দরকার।”