29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    ‘সিদ্ধার্থের মৃত্যু এক অপূরনীয় ক্ষতি ইন্ডাস্ট্রির’ বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন করণ জোহার।

    একের পর এক তারকার মৃত্যুর শোকে ভেঙে পড়ছে বলিউড। গত বছর থেকে এই বছরের মাঝে হারিয়ে গেছে কত তারকারা। গত ২ রা সেপ্টেম্বর আবারো এক নক্ষত্র পতন ঘটে গেছে বলিউডে। বলিউডের নামী টেলিভিশন অভিনেতা ও বিগ বস সিজন ১৩ এর বিজেতা সিদ্ধার্থ শুক্লা মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন তারাদের দেশে। সেই নিয়ে গোটা বলিউড স্তব্ধ। সিদ্ধার্থের জীবনের ক্যারিয়ার সবে মাত্র শুরু হয়েছিল।

    ১ লা সেপ্টেম্বর রাতের খাবার খাওয়ার পর বেশ কয়েকটি ওষুধ খেয়ে শুতে গেছিলেন তিনি তবে ভোর ৩ টে নাগাদ সিদ্ধার্থের অস্বস্তি হওয়ার কারণে মা এর কাছ থেকে জল খেতে চান তিনি। তার মা জলের সাথে বাড়িতে তৈরী হোম রেমিডি দিয়েছিলেন। তার পর একটু সুস্থ বোধ করার পরে তিনি নিজের ঘরে ঘুমোতে গিয়েছিলেন। পরের দিন সকালে তার মা তাকে ঘুম থেকে ডাকতে গিয়ে দেখেন তিনি অচেতন। সিদ্ধার্থের মা তার বোনদের বলে ডাক্তারকে খবর দিতে ডাক্তার এসে ঘোষনা করেন সিদ্ধার্থ মৃত তাই কুপার হাসপাতালে নিয়ে যেতে।

    সিদ্ধার্থকে বায়রে থেকে দেখে কোনদিন মনেই হয় নি তিনি অসুস্থ। কয়েকদিন আগেই বিগ বসের ওটিটি তে এসেছিলেন সিদ্ধার্থ ও তার বান্ধবী শেহনাজ গিল। বিগ বসের ঘরেই তাদের প্রথম পরিচয়। শেহনাজ ও সিদ্ধার্থের বন্ধুত্ব তৈরী করেছিল ব্র্যান্ড ভ্যালু। তৈরী হয়েছিল ‘সিডনাজ’ জুটি।একের পর এক মিউজিক ভিডিওয় কাজ করেছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ। সম্প্রতি একটি বিগ বাজেটের ফিল্মে কাজ করার কথা ছিল তাদের।

    তাঁর অকাল প্রয়ানে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। বিগ বস পরিবারের একজন মূল্যবান সদস্য ছিলেন সিদ্ধার্থ। সিদ্ধার্থের বিষয়ে কথা বলতে গিয়ে করণ জোহার রীতিমত কান্নায় ভেঙে পড়েছেন। করণ বলেছেন, প্রতিটি মানুষের সাথে ভালো সম্পর্ক রেখে চলতেন সিদ্ধার্থ। কখনও কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে দেখেনি ইন্ডাস্ট্রি তাকে। সিদ্ধার্থ ছিলেন তাঁর মা এর একেবারে যোগ্য ও বাধ্য সন্তান। বন্ধু ও কাজের মানুষ হিসাবেও তার জুড়ি মেলা ভার। এ এক অপূরনীয় ক্ষতি হয়ে গেল তাঁর চলে যাওয়ার ইন্ডাস্ট্রির।

    সিদ্ধার্থের শেষকৃত্য সম্পন্ন হয়েছে ওশিওয়ারা শ্মশানে ব্রহ্মকুমারী রীতি মেনে। সিদ্ধার্থের শেষ যাত্রায় শ্মশানে উপস্থিত ছিলেন তাঁর মা, দুই বোন,
    তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু বিকাশ গুপ্তা, অর্জুন বিজলানি, রাহুল মহাজন প্রমুখেরা। শেষ যাত্রায় উপস্থিত ছিলেন শেহনাজও

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...